কক্সবাংলা ডটকম(৩১ মে) :: ৩ জুন চ্যাম্পিয়নস লিগের মেগা ফাইনাল। রিয়াল মাদ্রিদকে ফেভারিট বলছেন, ইয়ুভেন্তাস কোচ আলেগ্রি। জিদান অবশ্য কাউকেই এগিয়ে রাখছেন না। চাপ না নিয়ে মেগা মঞ্চে সেরাটা দিয়ে বলছেন দলকে। অন্যদিকে ফাইনাল হারের অতীত তিক্ততা ভুলতে চায় ইয়ুভেন্তাস। ট্রফি জিতে মৌসুম রাঙিয়ে রাখার চেস্টায় দুই দল।
টানা দুই মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জয়ের হাতছানি রিয়ালের। গত তিন আসরে দুবারের চ্যাম্পিয়ন। ফাইনালের চাপ নেয়ার সামর্থ্য গ্যালাকটিকোদের এগিয়ে রাখছে। য়ুভেন্তাস কোচের চোখে, ফেভারিট হিসেবেই খেলবে রোনালদোরা। চাপমুক্ত থাকতে চাইছেন জিদান।
রিয়াল মাদ্রিদর কোচ জিনেদিন জিদান বলেন, গত বারের সঙ্গে পার্থক্য দেখছি না। ফাইনাল সবময় কঠিন। দল যেমন কোরেছে তাতে আমি খুশি। ফাইনালে কোন ফেভারিট থাকে না। ফিফটি-ফিফটি সবসময়। ইয়ুভেন্তাস দারুন দল। মৌসুমটা দারুন কাটিয়েছে। দেখা যাক কি হয়। অবশ্যই প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ অপেক্ষা করছে।
ইয়ুভেন্তাসের কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি বলেন, রিয়াল ফেভারিট। চার বছরের মধ্যে এটি ওদের তৃতীয় ফাইনাল। ওরা ফাইনাল খেলতে অভ্যস্ত, আমরাও তিন বছরের মধ্যে দ্বিতীয়বার ফাইনাল খেলছি। দারুণ একটা ফাইনাল হবে এবং আমরা সেখানে থাকার যোগ্য।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নড়বড়ে ইয়ুভেন্তাস। গত আট ফাইনালে মোটে দু’বার সেরা হয়েছে; হেরেছে ছয়বার। বার্লিনে দুই মৌসুম আগে বার্সেলোনার কাছে হার এখনো পোড়ায়। তবে অতীত নিয়ে হতাশ নন আলেগ্রি।
ইয়ুভেন্তাসের কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি আরো বলেন, ইয়ুভেন্তাস ছয়টিতে হেরেছে সেটা নয়, আটটি ফাইনালে খেলেছে। সেটা ইতিবাচক। যদি আমরা জিতি, সবাই খুশি হবে। কিন্তু ফাইনালে ওঠাও তো গুরুত্বপূর্ণ। আমরা ফাইনালে। আমাদের এটার জন্য প্রস্তুত হতে হবে।
বার্সেলোনাকে হারানোর স্মৃতি ইয়ুভেন্তাসের জন্য টনিক হিসেবে কাজ করছে। অন্যদিকে সবশেষ ফাইনালের পুনরাবৃত্তি চাইছে রিয়াল মাদ্রিদ।
Posted ১২:২৯ অপরাহ্ণ | বুধবার, ৩১ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta