কক্সবাংলা ডটকম(১৩ সেপ্টেম্বর) :: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও বার্সেলোনা।মঙ্গলবার রাতে সেল্টিককে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ফরামি জায়ান্ট পিএসজি আর অন্য ম্যাচে লিওনেল মেসির জাদুতে ঘরের মাঠে জুভেন্টাসকে ৩-০ গোলে উড়িয়ে দেয় বার্সা।এছাড়া প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও। মঙ্গলবার রাতে বাসেলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে হোসে মরিনহোর দল।
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসের কাছে হেরেই বিদায় নেয় বার্সেলোনা। নতুন মৌসুমে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই সেই হারের বদলা নিল কাতালানরা। মঙ্গলবার রাতে লিওনেল মেসির জাদুতে ঘরের মাঠে জুভেন্টাসকে ৩-০ গোলে উড়িয়ে দেয় বার্সা।
ন্যু-ক্যাম্পে বার্সেলোনার জয়ে জোড়া গোল করেন মেসি। ইভান রাকিটিচের করা অপর গোলটিকে অ্যাসিস্ট করেন কিং লিও।
ঘরের মাঠে প্রথমার্ধের বাঁশি বাজার আগ মুহূর্তে এগিয়ে যায় বার্সেলোনা। লুইস সুয়ারেজের সঙ্গে ওয়ান টু ওয়ান পাস থেকে ডি বক্সে ঢুকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করে কাতালানদের এগিয়ে নেন মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের নেয়া শট চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না জিয়ানলুইজি বুফনের।
বিরতির পরপরই ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। দারুণ ক্ষিপ্রতায় ডান দিক থেকে সফরকারীদের ডি বক্সে ঢুকে গোলমুখে শট নেন মেসি। গোলমুখের সামনে থেকে জুভেন্টাসের এক ডিফেন্ডার বল বিপদমুক্ত করতে গিয়ে তুলে দেন রাকিটিচের কাছে। ২০ গজ দূর থেকে বাম পায়ের জোরালো শটে বল জালে পাঠিয়ে বার্সাকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন এই ক্রোট মিডফিল্ডার।
৬৯তম মিনিটে বার্সার জয় নিশ্চিত করেন মেসি। ডান দিক থেকে দুর্দান্ত দৃঢ়তায় জুভেন্টাসের কয়েকজনক ডিফেন্ডারকে বোকা বানিয়ে কোনাকুনি শটে বুফনকে পরাস্ত করেন এলএম টেন। চ্যাম্পিয়ন্স লিগে এটা মেসির ৯৬তম গোল। সবকিছু ঠিক থাকলে এবারের আসরেই গোলের সেঞ্চুরি পূর্ণ করবেন তিনি।
পাওলো দিবালা, গঞ্জালো হিগুয়েনরা ব্যবধান কমানোর চেষ্টা করেও তাতে সফলতার মুখ দেখেননি। ফলে বার্সেলোনার কাছে নতুন মৌসুমের প্রথম ম্যাচে বড় হার দিয়ে শুরু করতে হয় গত আসরের ফাইনালিস্টদের।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। সেল্টিককে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ফরামি জায়ান্টরা। ইউরোপিয়ান প্রতিযোগিতায় ঘরের মাঠে এটাই সেল্টিকের বড় হার।
সেল্টিক পার্কে অনুষ্ঠিত ম্যাচে পিএসজির হয়ে গোলের দেখা পান দলটির তিন ফরোয়ার্ডই। এডিনসন কাভানি করেন জোড়া গোল। একটি করে গোল করেন নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। অপর গোলটি আত্মঘাতী।
বড় জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগের ২০১৭-১৮ মৌসুম দারুণভাবে শুরু করল পিএসজি। একইসঙ্গে ইউরোপিয়ান প্রতিযোগিতার এবারের আসরের বড় দলগুলোকে আগাম সতর্কবার্তাও যেন দিয়ে রাখল উনাই এমেরির দল।
প্রতিপক্ষের মাঠে খেলার ১৯তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। নেইমার দারুণ ফিনিশিংয়ে গোল করলে লিড নেয় সফরকারীরা।
৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। নেইমারের পাস থেকে লক্ষ্যভেদ করেন মোনাকো থেকে সদ্য পিএসজিতে যোগ দেয়া ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগে এই নিয়ে সর্বশেষ সপ্তম ম্যাচে ষষ্ঠ গোল করলেন এই তরুণ ফরোয়ার্ড। গত মৌসুমে নকআউট পর্বের ছয় ম্যাচে মোনাকোর হয়ে করেন পাঁচ গোল।
বিরতির পাঁচ মিনিট আগে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলে পিএসজি। পেনাল্টি থেকে গোল করে সফরকারীদের ৩-০ ব্যবধানে এগিয়ে নেন কাভানি।
৮৩তম মিনিটে মাইকেল লাস্টিগের আত্মঘাতী গোলে পিএসজি ৪-০ ব্যবধানে এগিয়ে যায়। দুই মিনিট পর সেল্টিকের কফিন শেষ পেরেক ঠুকে দেন কাভানি।
ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একটি করে গোল করেন মারোয়ান ফেলাইনি, রোমেলু লুকাকু ও মার্কাস র্যাশফোর্ড। ‘এ’ গ্রুপের অপর ম্যাচে বেনফিকার মাঠ থেকে ২-১ ব্যবধানের জয় নিয়ে ফিরেছে সিএসকেএ মস্কো।
ম্যাচের ৩৫তম মিনিটে অ্যাশলে ইয়ংয়ের ক্রসে লাফিয়ে ওঠে দারুণ হেডে গোল করে ইউনাইটেডকে এগিয়ে নেন ফেলাইনি। বিরতির পর খেলার ৫৩তম মিনিটে ডেলি ব্লিন্ডের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন লুকাকু।
খেলার শেষ দিকে ম্যানচেস্টার ইউনাইটেডের বড় জয় নিশ্চিত করেন র্যাশফোর্ড। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার সপ্তম মিনিটে ম্যাচের ৮৪তম মিনিটে ফেলাইনির নিচু ক্রস থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন এই ইংলিশ ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন্স লিগে নিজের অভিষেক ম্যাচেই গোলের দেখা পেলেন র্যাশফোর্ড।
এর মধ্য দিয়ে দারুণ এক কীর্তি গড়েন র্যাশফোর্ড। কোনো প্রতিযোগিতায় অভিষেকে গোল করা যেন রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন তিনি। ইউরোপা লিগ, এফএ কাপ, ইংলিশ প্রিমিয়ার লিগম লিগ কাপ ও ইংল্যান্ড জাতীয় দলের পর চ্যাম্পিয়ন্স লিগেও অভিষেক ম্যাচেই গোল করলেন র্যাশফোর্ড।
Posted ৭:৫১ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta