কক্সবাংলা ডটকম(৩ জুন) :: ইউরোপিয়ান ফুটবল মৌসুমের শেষ ম্যাচ আজ। পুরো মৌসুমের সবটুকু উত্তাপ-উত্তেজনা যেন হাজির হয়েছে এই ম্যাচে। ইউরো সেরা মঞ্চ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ফুটবলের দুই ঐতিহ্যবাহী ক্লাব রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস। কার্ডিফের প্রিন্সিপালিটি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে।
এই ম্যাচ ঘিরে শুধু এ মৌসুমই বা কেন, ইউরোপিয়ান ক্লাব ফুটবল ইতিহাসের পুরনো সব রেকর্ড চলে এসেছে সামনে। ডাবল, ট্রেবল, ‘ডুয়োডেসিমা’ (দ্বাদশ), ৫৯ বছর— এমনি সংখ্যাগুলো ফুটবলপ্রেমীদের মুখে মুখে। ইউরোপিয়ান ক্লাব ফুটবল ইতিহাসকে নতুনভাবে সমৃদ্ধ করার সুযোগ রিয়ালের সামনে। একই সঙ্গে নতুন ইতিহাস গড়বেন ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদান। ১৯৯২ সালে চ্যাম্পিয়ন্স লিগ যুগ শুরু হওয়ার পর থেকে আজ অবধি পরপর দুবার শিরোপা জেতেনি কোনো ক্লাবই। গতবারের চ্যাম্পিয়ন জিদান ও তার শিষ্যদের সেই বিরল কীর্তি গড়ার সুযোগ আজ।
ইউরো সেরার মঞ্চে অর্জনের বিশালতায় রিয়ালের ধারে-কাছে কেউ নেই। ইউরোপিয়ান কাপে ক্লাবটি শিরোপা জিতেছে ১১ বার। বিপরীতে জুভেন্টাসের ট্রফি মাত্র দুবার। কিন্তু রেকর্ড দিয়ে এ মৌসুমের জুভেন্টাসকে বিবেচনা করার কোনো সুযোগ নেই। এ মৌসুমে লিগ শিরোপার সঙ্গে ইতালিয়ান কাপও নিজেদের করে নিয়েছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। দুর্দান্ত ফর্মে আছে বললে এ মৌসুমের জুভদের প্রতি কম বলা হবে। এবারের চ্যাম্পিয়ন্স লিগে ১২ ম্যাচে মাত্র ২ গোল খেয়েছে জুভেন্টাস। বিপরীতে সমান ম্যাচে রিয়াল গোল হজম করেছে ১৬টি। তবে গোল করার দিক থেকে অনেক এগিয়ে রিয়াল। ফাইনালে ওঠার পথে জিদান শিষ্যরা গোল করেছে ৩৩টি, আর জুভদের গোল ২১।
এবারের ফাইনাল যেন সেরা রক্ষণ বনাম সেরা আক্রমণের লড়াই। জুভেন্টাস ডিফেন্স কতটা শক্তিশালী এটা অনুধাবন করার জন্য একটা তথ্যই যথেষ্ট। কোয়ার্টারে লিওনেল মেসির নেতৃত্বে গড়ে ওঠা বার্সেলোনার আক্রমণভাগ দুই লেগে একবারের জন্যও গোল উত্সব করতে পারেনি ‘ওল্ড লেডি’দের জালে। বোনুচ্চি-কিয়েল্লিনি-আলভেজদের সমন্বয়ে গড়া ডিফেন্সকে ভরসা দেয়ার জন্য আছেন ৩৯ বছর বয়সী গোলরক্ষক জুয়ানলুইগি বুফন। প্রশ্ন হচ্ছে, মেসি-নেইমার-সুয়ারেজদের ব্যর্থ করে দেয়া এই বর্ষীয়ান গোলরক্ষক কি আজ একইভাবে স্বপ্ন চুরমার করে দেবেন ক্রিস্টিয়ানো রোনালদোরও?
শিরোপার মঞ্চে ভিন্ন উত্তাপ ছড়াচ্ছে বুফন-রোনালদো দ্বৈরথ। অবশ্য অতীত থেকে প্রেরণা পেতে পারেন রিয়ালের এই পর্তুগিজ গোলমেশিন। এ দুজন মুখোমুখি হয়েছেন চারবার। এর মধ্যে বুফনকে পাঁচবার পরাস্ত করে গোল উত্সব করেছেন চ্যািম্পয়ন্স লিগে সর্বোচ্চ ১০৩ গোলের রেকর্ডধারী রোনালদো। এবারের আসরেও ১০ গোল করেছেন ‘সিআরসেভেন’। আর এক গোল করলেই মেসিকে টপকে এ আসরেও সর্বোচ্চ গোল করার কৃতিত্ব দেখাবেন ৩১ বছর বয়সী সুপারস্টার। শিরোপা জিততে মরিয়া এই পর্তুগিজ গোলমেশিনের ভাষায়, ‘দল হিসেবে এ সময়ে আমরা খুব ভালো অবস্থায় আছি। ভীষণ চাপের মধ্য থেকেই লা লিগার শিরোপা জিতেছি। আশা করছি প্রথম দল হিসেবে আমরা টানা দুবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের সুযোগ কাজে লাগাতে পারব।’
সিরি-এ ও ইতালিয়ান কাপজয়ী জুভেন্টাসের সামনে আজ ট্রেবল জয়ের মিশন। এমন সুযোগ ২০১৫ সালেও এসেছিল জুভদের সামনে। কিন্তু ফাইনালে বার্সার কাছে ১-৩ গোলে হেরে স্বপ্ন জলাঞ্জলি দিতে হয় ইতালিয়ান জায়ান্টদের। এসব অতীত নিয়ে মাথা ঘামাচ্ছেন না জুভেন্টাসের বর্তমান কোচ অ্যালেগ্রি। কার্ডিফ ফাইনাল সামনে রেখে তিনি বলেন, ‘শনিবারের (আজ) ফাইনালে আমি ডাগ-আউটে, এটা আমার কাছে অনেক আনন্দের ব্যাপার। আশা করছি ছেলেরা মৌসুমের শেষটাও ভালো করবে।’
অন্যদিকে জিদান মানেই মাস্টার স্ট্রোক। অথচ রিয়ালে দায়িত্ব নিয়েছেন মাত্র ১৭ মাস। তার ছোঁয়ায় পুরোপুরি বদলে গেছে রিয়াল। গত মৌসুমে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। এবার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলা বার্সাকে পেছনে ফেলে জিতেছেন লা লিগার শিরোপা। রিয়ালের নবম, দশম ও একাদশ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের সঙ্গে জড়িয়ে আছেন জিদান। নবম শিরোপা জয়ের সময় ছিলেন খেলোয়াড়, দশবারের সময় সহকারী কোচ আর গত বছর প্রধান কোচ। আজকের ফাইনালকে স্পেশাল উল্লেখ করে সাবেক জুভেন্টাস প্লেয়ার জিদান জানান, ‘এবারের ফাইনাল আমার জন্য বিশেষ কিছু। খুব বড় অর্জনের কাছাকাছি আছি। তবে এখনো আমরা কোনো কিছু জিতিনি।’
টানা দুবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার সঙ্গে আরো একটি রেকর্ড গড়ার সুযোগ রিয়ালের সামনে। সর্বশেষ একই মৌসুমে রিয়াল লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিল ১৯৫৭-৫৮ মৌসুমে। ৫৯ বছর পর সেই বিরল রেকর্ডের সামনে আজ জিদান ও তার শিষ্যরা।
এএফপি
Posted ১:৫৬ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta