কক্সবাংলা ডটকম :: টুর্নামেন্টের অন্যতম ফেবারিটদের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত কোনোরকমে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা।
এদিকে আর্জেন্টিনার ড্রয়ের দিন হারের দুঃখ ভুলে জয়ে ফিরেছে ব্রাজিল।
বলিভিয়ার বিপক্ষে ব্রাজিল জিতেছে ২-১ গোলে। ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে আর্জেন্টিনার পয়েন্ট ৪। আর সমান ম্যাচে ১ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ব্রাজিল।
দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আগের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ৬-০ গোলের জয়ের পর আর্জেন্টিনার আরেকটি বড় জয়ের অপেক্ষায় ছিল সমর্থকেরা।
কিন্তু সময়টা ভাল যায় নি আর্জেন্টিনার। কলম্বিয়ার বিপক্ষে হারের শঙ্কায় পড়তে হয়েছে আর্জেন্টাইনদের। তবে ফের ঘুঁড়ে দাড়াচ্ছে আর্জেন্টিনা।
কলম্বিয়ার বিপক্ষে ড্রয়ের পরও অবশ্য ‘বি’ গ্রুপে শীর্ষেই আছে আর্জেন্টিনা।
খেলার শুরুতে ভেনেজুয়েলার ভ্যালেন্সিয়া শহরের মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে যে হারে উত্তেজনা বেড়েছিল আর্জেন্টাইন সমর্থকেদের মধ্যে সেভাবে খেলায় দাপিয়ে উঠতে পারে নি আর্জেন্টিনা।
৭০ শতাংশ বলের দখল রেখে ৭টি শট নিয়ে মাত্র ৩টি লক্ষ্যে রাখে আর্জেন্টিনা। বিপরীতে ৩০ শতাংশ বলের দখল রাখা কলম্বিয়া শট নেয় ৯টি এবং লক্ষ্যে রাখে ৪টি।
সমতায় ফিরে ম্যাচের বাকি সময়ও বলের দখলে দাপট দেখায় আর্জেন্টিনা। তবে সুযোগ তৈরিতে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ছিল কলম্বিয়াই।
আর্জেন্টাইন গোলরক্ষক সান্তিনো বারবি বাধা হয়ে না দাঁড়ালে এই ম্যাচে হারতেও পারত আর্জেন্টাইন যুবারা। যদিও শেষ পর্যন্ত তা হয়নি। ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
অন্যদিকে আর্জেন্টিনার পয়েন্ট হারানোর দিন ৬ গোল খাওয়ার যন্ত্রণা নিয়ে মাঠে নেমেছিল ব্রাজিল। তবে আগের ম্যাচের হারের জ্বালা ভুলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।
Posted ২:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta