
কক্সবাংলা ডটকম :: জয় দিয়ে এবারের এশিয়া কাপ মিশন শুরু করল বাংলাদেশ। আসরে হংকংয়ের বিপরীতে প্রথম ম্যাচে ৭ উইকেটে জিতেছে টাইগাররা।
বৃহস্পতিবার আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
প্রথমে ব্যাট করতে নেমে হংকং ৪.৪ ওভারে ৩০ রানে ২ উইকেট হারায়। ওপেনার আংশুমান রাঠকে (৪) তাসকিন ও তিনে নামা অভিজ্ঞ ব্যাটার বাবর হায়াতকে (১৪) তুলে নেন তানজিম।
সেখান থেকে ৪১ রানের জুটি গড়েন ওপেনার জিসান আলী ও চারে নামা নিজাকাত খান।
এরপর জিসান ৩৪ বলে ৩০ রান করে আউট হন। নিজাকাতকে ৪২ রানে ফেরান রিশাদ। এছাড়া অধিনায়ক ইয়াসিম মর্তুজা ২৮ রান করেন। শেষ পর্যন্ত ৭ উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৪৩ রান।
বল হাতে তাসকিন ও তানজিম দুটি করে উইকেট নেন। রিশাদ ৩১ রান দিয়ে নেন ২ উইকেট। মুস্তাফিজ ও শেখ মাহেদী কোনো উইকেট পাননি।
জবাবে ব্যাট হাতে টাইগারদের শুরুটা ভালো হলেও তৃতীয় ওভারে দলীয় ২৪ আর ব্যক্তিগত ১৯ রানের মাথায় আয়ুশ শুকলার শিকারে পরিণত হন ওপেনার পারভেজ হোসেন ইমন।
একইভাবে ফেরেন তানজিদ হাসান তামিমও। ১৪ রান করে আতিফ ইকবালের বলে নিজাকত খানের হাতে ধরা পড়েন তিনি।
তৃতীয় উইকেটে তাওহিদ হৃদয়ের সঙ্গে জুটি করে দলকে লক্ষ্যের একদম কাছাকাছি নিয়ে যান লিটন দাস। ৩৯ বলে ৫৯ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি।
তখন জয়ের জন্য দরকার মাত্র ২ রান। শেষ পর্যন্ত অপাজিত থাকেন হৃদয় ও জাকের আলী অনিক।

Posted ১:০৮ অপরাহ্ণ | শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta