কক্সবাংলা ডটকম(১০ সেপ্টেম্বর) :: Apple তাদের নতুন iPhone 16 সিরিজ লঞ্চ করেছে। এবারও কোম্পানি এই সিরিজের অধীনে মোট চারটি মডেল নিয়ে এসেছে, iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max। Apple Intelligence-এর সাথে iPhone 16 সিরিজ লঞ্চ করা হয়েছে।
কোম্পানির ইন-হাউস A18 বায়োনিক চিপ অ্যাপল আইফোনে পারফরম্যান্সের জন্য ইনস্টল করা হয়েছে।
এর পাশাপাশি লঞ্চ করা হয়েছে Apple Watch Series 10, Apple Watch Ultra এবং Apple Watch Ultra 2।
খুব তাড়াতাড়ি প্রি অর্ডারের জন্য বুকিং করা যাবে iPhone 16 সিরিজ।
iPhone 16-এর প্রারম্ভিক মূল্য $799 (প্রায় 67,000 টাকা), যেখানে iPhone 16 Plus-এর দাম $899 (প্রায় 75,500 টাকা)।
iPhone 16 Pro এর দাম 128GB এর জন্য $999 (প্রায় 83,870 টাকা) থেকে শুরু হয় এবং 256GB এর জন্য iPhone 16 Pro Max এর জন্য $1199 (প্রায় 1 লাখ টাকা)।
এই দাম মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য প্রযোজ্য।
বাংলাদেশ ও ভারতে iPhone 16-এর দাম 79,900 টাকা এবং iPhone 16 Plus-এর দাম 89,900 টাকা।
অন্যদিকে, iPhone 16 Pro 1,19,900 টাকার প্রারম্ভিক মূল্যে লঞ্চ করা হয়েছে।
এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম, iPhone 16 Pro Max-এর দাম বাজারে 1,44900 টাকা। iPhone 16 সিরিজের জন্য প্রি-অর্ডার শুরু হবে আগামী 13 সেপ্টেম্বর।
প্রথম বিক্রয় 20 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
Apple লঞ্চ করল নতুন iPhone অর্থাৎ iPhone 16 সিরিজ। কোম্পানি নতুন এই আইফোনে অনেক নতুন ফিচার যুক্ত করেছে। একেবারে নতুন ডিজাইনে লঞ্চ হয়েছে iPhone 16 সিরিজ।
Apple Intelligence-এর সাথে iPhone 16 সিরিজ লঞ্চ করা হয়েছে। Apple এছাড়াও AirPods 4, অ্যাপল ওয়াচ আল্ট্রা 2 নামে আরেকটি স্মার্টওয়াচ লঞ্চ করেছে।
Apple এই বিশেষ ইভেন্টে iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro এবং iPhone 16 Pro লঞ্চ করছে। iPhone 16 এ রয়েছে 12MP আল্ট্রাওয়াইড লেন্স।
iPhone 16 Pro-তে 6.3 ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যেখানে Pro Max মডেলটিতে রয়েছে 6.9 ইঞ্চি ডিসপ্লে। iPhone Pro মডেলটি চারটি রঙের বিকল্পে লঞ্চ করা হয়েছে।
এই দুটি মডেলই অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট সহ আসবে। iPhone 16 Pro মডেলে Apple A18 Pro চিপসেট দেওয়া হয়েছে। iPhone 16 Pro Max-এ সবচেয়ে বড় ব্যাটারি রয়েছে ।
iPhone 16 Pro Max-এ কোম্পানি এখন পর্যন্ত সবচেয়ে বড় স্ক্রিন, সেরা ক্যামেরা, খুব শক্তিশালী প্রসেসর এবং AI ফিচার সহ iOS সাপোর্ট দিয়েছে।
iPhone 16 Pro এর একটি 6.3-ইঞ্চি স্ক্রিন রয়েছে এবং iPhone 16 Pro Max-এর একটি 6.9-ইঞ্চি স্ক্রীন রয়েছে।
অর্থাৎ iPhone 16 Pro Max এর স্ক্রিনটি সবচেয়ে বড়। iPhone 16 Pro মডেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হবে।
এতে একটি 48MP প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে, যা 24mm ফোকাল লেন্থের সাথে আসবে।
এছাড়াও 48MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হবে। এতে 13mm ফোকাল লেন্থ সাপোর্ট দেওয়া হবে।
এতে হাইব্রিড ফোকাল পিক্সেল থাকবে। iPhone 16 Pro তে থাকবে 5x টেলিফটো ক্যামেরা।
ফোনটি 120fps এ 4k ভিডিও রেকর্ড করতে সক্ষম হবে। কালার গ্রেডিং কন্ট্রোলও দেওয়া হবে।
iPhone 16 সিরিজে Apple Intelligence সাপোর্ট দেওয়া হবে। অ্যাপল ইন্টেলিজেন্স সম্পূর্ণ বিনামূল্যে হবে। এর জন্য কোনো চার্জ নেওয়া হবে না।
ফোনে থাকবে একটি নতুন ক্যামেরা কন্ট্রোল, যা দিয়ে ফটো ক্লিক করা যাবে। iPhone 16-এ আপনাকে 6.1 ইঞ্চি স্ক্রিন দেওয়া হবে।
একইভাবে iPhone 16 Plus এ 6.7 ইঞ্চি স্ক্রিন ডিসপ্লে রয়েছে।এতে অ্যাকশন বাটনের সাথে একটি নতুন ক্যামেরা কন্ট্রোল বাটন দেওয়া হয়েছে।
Posted ৪:১০ অপরাহ্ণ | বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta