বিশেষ প্রতিবেদক,কুতুবদিয়া(৬ আগস্ট) :: বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবীতে ৬ আগস্ট (রবিবার) সকাল ১১টায় কুতুবদিয়া উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলমের নেতৃত্ত্বে মানববন্ধন করেছে কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগ।
মানববন্ধ শেষে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র মাধ্যমে পর-রাষ্ট্রমন্ত্রণালয় বরাবরে একটি স্বারকলীপি প্রদান করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধ নুরুচ্ছাফা বি.কম, কক্সবাজার জেলা পরিষদ সদস্য মাস্টার আহমদ উল্লাহ, কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলম,সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোছাইন, বড়ঘোপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু,ছাত্রলীগ নেতা সাউদ আল ফরহাদ,কুতুবদিয়া কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক আবু ইউসুফ বাবলা, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টু, উত্তর ধুরুং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আজিজ, দক্ষিণ ধুরুং ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইমন সিকদারসহ স্কুল, কলেজ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
Posted ১০:১৬ অপরাহ্ণ | রবিবার, ০৬ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta