রোতাব চৌধূরী :: “ সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার “ এ প্রতিপাদ্যে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
বুধবার জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে লাইব্রেরি মিলনায়তনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বই পড়ে জ্ঞান অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।
এ ছাড়া তাদেরকে বই পড়ায় উৎসাহিত করতে পাঠচক্র, বই পড়া প্রতিযোগিতা করা প্রয়োজন বলে উল্লেখ করে তিনি বলেন বইয়ের পাঠক সৃষ্টি করতে পারলেই জ্ঞানী মানুষ তৈরি হওয়া যায়।
জেলা সরকারী গ্রন্থাগারের সহকারী পরিচালক ঋষিকেশ পালের সভাপতিত্বে এতে মুখ্য আলোচক ছিলেন সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম আকতার উদ্দিন চৌধুরী।
সভায় আরো বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক ফাহমিদা বেগম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক।
এ সময় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ পাঠক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
পরে দিবসটি উপলক্ষে রচনা, চিত্রাঙ্কন ও বইপাঠসহ বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে বেলুন উডিয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
Posted ১১:০১ অপরাহ্ণ | বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta