বৃহস্পতিবার বিকেলে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে বেলুন উড়িয়ে ওয়াকাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
পরে ওয়াকাথনটি বের হয়ে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট হয়ে হোটেল-মোটেল সড়ক প্রদক্ষিণ শেষে লাবণী পয়েন্টে এসে শেষ হয়।
এরপরে জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় কল্যাণ বিষয়ে মুক্ত আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করতে ব্যাপক কাজ করে সমাজসেবা অধিদপ্তর।পাশাপাশি আমাদের সবাইকেও দৃষ্টিভঙ্গী পরিবর্তন করে একটি সুন্দর সমাজ বিনির্মাণে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হাসান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত মুক্ত আড্ডায় পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, ট্যুরিস্ট পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নিজাম উদ্দিন আহমেদ,সিভিল সার্জন ডাঃ আসিফ আহমেদ হাওলাদার,সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো: সফিউদ্দীন সফি,প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান,চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক, হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার,জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিল্কী, কক্সবাজারস্থ সাতকানিয়া-লোহাগাড়া সমিতির সাধারণ সম্পাদক জেবর মুল্লুক ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য হারুন অর রশিদসহ ছাত্র সমন্বয়করা অংশ নেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, সেবাগ্রহীতা,অংশীজনসহ পর্যটক ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।