প্রেসবিজ্ঞপ্তি(১৪ আগস্ট) :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪২ তম শাহদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কক্সবাজার জেলা আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪ টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরী শহীদ সুভাষ হলে অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন জেলা আওয়ামীলীগের সভাপতি এড: সিরাজুল মোস্তফা।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, রাজপথের কঠিন সময় পাড়ি দিয়ে আওয়ামীলীগ লক্ষ্যে পৌঁছে গেছে বারবার। আওয়ামীলীগের ইতিহাসে ব্যর্থতার কোন প্রমাণ নেই। তাই শোককে শাক্তিতে পরিণত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি দলের নেতাকর্মীদের উদ্যেশ্যে বলেন, এমন কোন কাজ করা যাবে না যে কাজে বঙ্গবন্ধুর আত্মা কষ্ঠ পায়। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতে যেসব নির্দেশ দেবে তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে।
সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান বলেন, জামায়াত বিএনপির সাথে কোন আপোষ করা যাবে না। আপনার যারা বিএনপি জামায়াতকে আপন করে নিয়েছেন তারা সর্তক হয়ে যান। কারণ জামায়াত-বিএনপি থেকে সুবিধা নিতে আসা ব্যক্তিরাই দল এবং আপনাদের ক্ষতি করবে। মনে রাখবেন খন্দকার মোস্তাকও বঙ্গবন্দুর আপন ছিল। তাই সময় থাকতে ত্যাগী কর্মীদের মূল্যান করে জননেত্রীর সুখী সমৃদ্ধির বাংলাদেশ গড়তে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হই তবে মুক্তিযোদ্ধের পক্ষের শক্তিকে কেউ হারাতে পারবে না।
Posted ১:৪১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta