কক্সবাংলা ডটকম(১৪ আগস্ট) :: ভারত মহাসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে চিন। যা কিনা যথেষ্ট উদ্বেগের কারণ ভারতের কাছে। এই অবস্থায় ভারতকে ‘সূর্য-ক্লাস’ সাবমেরিন দেওয়ার ভাবনা চিন্তা করছে জাপান। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এমনটাই জানানো হয়েছে।
যদিও চিনের বাড়াবাড়ি ঠেকাতে ইতিমধ্যে ছয়টি সাবমেরিন হাতে আসছে ভারতের। চলতিমাসের শেষেই একটি অত্যাধুনিক স্করপিয়ন শ্রেণির সাবমেরিন হাতে আসছে ভারতীয় নৌবাহিনীর।
এরপর ধীরে ধীরে আরও পাঁচটি সাবমেরিন আসছে ভারতীয় নৌবাহিনীর হাতে। এই অবস্থায় ভারতীয় নৌবাহিনীকে আরও একটি অত্যাধুনিক সাবমেরিন দেওয়ার ভাবনাচিন্তা জাপানের।
মালাবার মহড়াতে আমেরিকা এবং ভারতের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেয় জাপান। পাশাপাশি একাধিক বিষয়ে ভারতের কাছাকাছি এসেছে জাপান। ভারত ইতিমধ্যে একাধিক বিদেশি সংস্থার সঙ্গে জোট বেঁধে যুদ্ধাস্ত্র তৈরির ভাবনা চিন্তা করছে।
এই অবস্থায় জাপানের বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও এই সাবমেরিন কেনা নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি ভারত। মনে করা হচ্ছে এই বছরের শুরুতেই জাপান থেকে সাবমেরিন কেনার বিষয়ে আলোচনা হতে পারে।
Posted ১১:৫৩ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta