বিশেষ প্রতিবেদক(৪ জুলাই) :: কক্সবাজারের স্বনামধন্য মাদরাসা তানযীমুল উম্মাহ কক্সবাজার শাখার অধ্যক্ষ হাফেয মাওলানা কবি রিয়াদ হায়দার একমাস জাপান সফর শেষে দেশে ফিরেছেন।
অধ্যক্ষ হাফেয মাও.কবি রিয়াদ হায়দার পবিত্র মাহে রমজানে জাপান সফর করেন। জাপানে তিনি পুরাতন রাজধানী কিওটো শহরের এক মসজিদে সুনামের সাথে তারাবীহ পাঠদান করান।
এছাড়া তিনি একাধারে হাফেজ,আলেম, কবি,গীতিকার ও ইসলামী সংগীত শিল্পী রিয়াদ হায়দার তারাবীহ ছাড়াও বেশ কিছু কুরআন প্রশিক্ষন কর্মশালা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্টানে যোগদান করেন।
এ বছর ইসলামিক কালচারাল ফাউন্ডেশন জাপানের আমন্ত্রনে চারজন হাফেজে কুরআন জাপান সফর করেন।
উল্লেখ্য যে, ইসলামিক কালচারাল ফাউন্ডেশন জাপানের আমন্ত্রনে প্রতি বছর রমজানে তিনি জাপান সফর করে থাকেন।
Posted ১২:১৫ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta