কক্সবাংলা ডটকম(৬ জানুয়ারি) :: ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ত্রৈমাসিক জিডিপির আকার ব্যাপক হারে কমেছে।
হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপির প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১ দশমিক ৮১ শতাংশ।
২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে যা ছিল ৬ দশমিক ০৪ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।
পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৮১ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে যা ছিল ৬ দশমিক ০৪ শতাংশ।
কৃষি খাত: পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১৬ শতাংশ।
২০২৩-২৪ অর্থবছরের ১ম কোয়ার্টারে এ খাতের প্রবৃদ্ধি ছিল শূন্য দশমিক ৩৫ শতাংশ।
শিল্প খাত: পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে শিল্প খাতের প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ১৩ শতাংশ।
২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে এ খাতের প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ২২ শতাংশ।
সেবা খাত: পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে সেবা খাবের প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৫৪ শতাংশ।
২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে এ খাতের প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ০৭ শতাংশ।
Posted ৬:২১ অপরাহ্ণ | সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta