নজরুল ইসলাম,কুতুবদিয়া :: শিক্ষা ও ক্রীড়ায় সমানতালে এগিয়ে চলা কুতুবদিয়ার ক্ষুদে শিক্ষার্থীরা আবারও প্রমাণ করেছে তাদের প্রতিভা ও সামর্থ্য।
জেলা পর্যায়ে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কুতুবদিয়া উপজেলার বালক ও বালিকা দল এক অসাধারণ সাফল্যের নজির স্থাপন করেছে।
বালিকা বিভাগে:
পূর্ব ধূরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় (কুতুবদিয়া) ৪-৩ গোলে মহেশখালীর মিজ্জিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে জেলার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
খেলাটি ছিল উত্তেজনাপূর্ণ, যেখানে দুই দলই সমান দক্ষতা দেখালেও পূর্ব ধূরুং বিদ্যালয়ের ফুটবলাররা শেষ পর্যন্ত তাদের মেধা ও কৌশল দিয়ে জয় ছিনিয়ে আনে।
বালক বিভাগে:
কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় (কুতুবদিয়া) ৩-২ গোলে মহেশখালীর সাইরার বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
দলের দৃঢ় আত্মবিশ্বাস এবং দলগত সংহতি তাদের জয়ের মূলমন্ত্র হয়ে দাঁড়ায়।
এই রেকর্ড অর্জনে পুরো কুতুবদিয়া উপজেলা গর্বিত। ক্ষুদে শিক্ষার্থীদের এই অনন্য সাফল্য কুতুবদিয়ার শিক্ষা এবং ক্রীড়াক্ষেত্রে একটি নতুন মাইলফলক তৈরি করেছে।
উপজেলা শিক্ষা পরিবার থেকে জানানো হয়,”আমাদের ক্ষুদে শিক্ষার্থীরা তাদের প্রতিভার যে ঝলক দেখিয়েছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।
তাদের এই সাফল্য ভবিষ্যতে আরও বড় পরিসরে প্রতিযোগিতার জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরি করবে।”
কুতুবদিয়ার ক্ষুদে ফুটবলারদের এই অর্জনে স্থানীয় শিক্ষক, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহের সঞ্চার হয়েছে।
তাদের উন্নত প্রশিক্ষণ এবং সহযোগিতা প্রদান নিশ্চিত করা গেলে জাতীয় পর্যায়েও কুতুবদিয়ার এই ক্ষুদে প্রতিভাগুলো বড় সাফল্য অর্জন করতে সক্ষম হবে।
কুতুবদিয়ার এই অর্জন পুরো জেলার ক্রীড়াঙ্গনে নতুন আশার আলো ছড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতের সাফল্যের পথ তৈরি করেছে।
Posted ১:৩৪ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta