কক্সবাংলা ডটকম(২৫ ডিসেম্বর) :: মাত্র তিনদিনেই একশো কোটির ক্লাবে নাম লিখিয়ে নিল সলমন খানের সদ্য মুক্তি পাওয়া ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’৷ শুধু তাই নয়, সলমনের আগের ছবিগুলির ব্যবসার যাবতীয় রেকর্ডও ভেঙে দিয়েছে এই ছবিটি৷ সেই সঙ্গে বলিউডের প্রথম ছবি হিসাবে একদিনে ৪৫ কোটি টাকার ব্যবসা করে নিয়েছে৷ এর আগে কোনও ছবি একদিনে এত কোটির টাকার ব্যবসা করেনি৷
মুক্তির আগে থেকেই ঝড় তুলেছে টাইগার জিন্দা হ্যায়৷ ট্রেলার মুক্তি পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি ভিউয়ার পেয়েছে৷ স্বাভাবিক ভাবে ছবিটিকে ঘিরে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে৷ তার উপর বড়দিনের সময় মুক্তি পায় ছবিটি৷ প্রথম দিনই ৩৪.১০ কোটি টাকার ব্যবসা করে টাইগার জিন্দা হ্যায়৷
দ্বিতীয় দিন ৩৫.৩০ কোটি এবং তৃতীয় দিন ৪৫.৫৩ কোটি টাকার ব্যবসা করে৷ এটাই বলিউডের প্রথম ছবি যা একদিনে ৪৫ কোটিরও বেশি টাকার ব্যবসা করেছে৷ সব মিলিয়ে তিনদিনেই ১১৪.৯৩ কোটি টাকা ঘরে তুলে আনে ছবির প্রযোজকরা৷ ‘টাইগার জিন্দা হ্যায়র’ পর সল্লুর ১২টি ছবি একশো কোটির ক্লাবে চলে গেল৷
ট্রেন্ড বিশেষজ্ঞ তরণ আদর্শ টুইট করে লেখেন, ‘টাইগার জিন্দা হ্যায় বক্স অফিস চ্যাম্পিয়ন৷’ এর আগে সলমনের কোনও ছবি তিনদিনে এত কোটি টাকার ব্যবসা করতে পারেনি৷ ব্লকবাস্টার ছবি বজরঙ্গি ভাইজান মুক্তির তিনদিনের মধ্যে ১০২.৬০ কোটি টাকা ব্যবসা করে৷
সলমনের আরও এক সুপার ডুপার হিট ছবি ‘সুলতান’ তিনদিনের বক্স অফিস কালেকশন ছিল ১০৫.৫৩ কোটি টাকা৷ আশা জাগিয়েও সেভাবে ব্যবসা করতে পারেনি ‘টিউবলাইট’ ছবিটি৷ তিনদিনে এই ছবির বক্স অফিস কালেকশন মাত্র ৬৪.৭৭ কোটি টাকা৷
যেভাবে টাইগার জিন্দা হ্যায় প্রশংসিত হচ্ছে তাতে ছবিটি খুব তাড়াতাড়ি তিনশো কোটির ক্লাবে নাম লিখিয়ে নেবে৷ এর আগে সলমন খান অভিনীত বজরঙ্গী ভাইজান (৩২০.৩৪ কোটি) ও সুলতান (৩০০ কোটি) তিনশো কোটিতে পৌছেছিল৷
শুধু দেশে নয় বিদেশেও ভালো ব্যবসা করেছে ছবিটি৷ তরণ আদর্শ টুইট করেন, আমেরিকা, কানাডাতে ছবিটি ৭ কোটির টাকার কাছাকাছি ব্যবসা করেছে৷ তবে বক্স অফিসে যতই ঝড় তুলুক না কেন এখনও অবধি বাজেটের টাকাও উঠে আসেনি৷
টাইগার জিন্দা হ্যায় ছবির বাজেট ১৫০ কোটি টাকা৷ তাই লাভ করতে হলে ৩০০ কোটি টাকার ব্যবসা করতেই হবে৷ তবে নিঃসন্দেহে বলিউডে অনেক দিন পর ফ্লপের খরা কাটল৷
এই বছর বড় বড় বাজেটের ছবি গুলি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে৷ হাতে গোনা কয়েকটি ছবি একশো কোটি পেরিয়েছে৷ শুধু ‘বাহুবলী টু’ ছবিটি এক হাজার কোটি টাকার ব্যবসা করে৷
Posted ৮:০৬ অপরাহ্ণ | সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta