কক্সবাংলা ডটকম(১৭ জুন) :: খাতায় কলমে গ্রুপ পর্বের বাকি আছে দুটি ম্যাচ। কিন্তু তার আগেই চূড়ান্ত হয়ে গেল সুপার ৮-এর আট দল।
আগেই সাতটি দল চূড়ান্ত হয়েগিয়েছিল সোমবার সকালে বাংলাদেশের জয়ের পরই বাকি একটি স্থানও চূড়ান্ত হয়ে গেল।
আগামী ১৯ থেকে ২৫ জুন পর্যন্ত চলবে বিশ্বকাপের সুপার ৮ পর্ব।
এবার এক নজরে দেখে নেওয়া যাক সুপার ৮-এর সূচি।
সুপার ৮-এর গ্রুপ ১-এ রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ।
গ্রুপ ২-এ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা।
আগামী ১৯ জুন সুপার ৮-এর প্রথম ম্যাচে আমেরিকা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।
অ্যান্টিগায় বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে এই ম্যাচ।
পরের দিন (অর্থাৎ ২০ জুন) বাংলাদেশ সময় সকাল ৬টায় ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ হবে সেন্ট লুসিয়াতে। একইদিনে রয়েছে রোহিত শর্মার ভারতের ম্যাচ।
গ্রুপ সি থেকে আফগানিস্তান দ্বিতীয় স্থানে থেকে শেষ করায় রশিদ খানের দল এবার ভারতের বিরুদ্ধে খেলবে।
কেনসিংটন ওভালে বাংলাদেশ সময় রাত আটটায় খেলাটি শুরু হবে।
২১ জুন সকাল প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যে। একইদিনে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
২২ জুন দুই আয়োজক দেশের লড়াই। আমেরিকা মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের। বার্বাডোজে এই ম্যাচটি হবে।
২২ জুন ভারতের সুপার ৮-এর দ্বিতীয় ম্যাচ, প্রতিপক্ষ বাংলাদেশ অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে এই ম্যাচ হবে।
বাংলাদেশ সময় রাত আটটায় এই ম্যাচটি হবে।২৩ জুন আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া এবং আমেরিকা বনাম ইংল্যান্ডের ম্যাচ দুটি হবে।
২৪ জুন প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা। একই দিনে ড্যারেন সামি ক্রিকেট গ্রাউন্ড, সেন্ট লুসিয়াতে ভারত খেলতে নামবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
বাংলাদেশ সময় অনুসারে রাত ৮টা থেকে ম্যাচ শুরু হবে।২৫ জুন সুপার ৮-এর শেষ ম্যাচে বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যে।
সুপার ৮ থেকে চারটি দল সেমিফাইনালে উঠবে।
অর্থ্যাত প্রথম দুটি স্থানে থাকা দলই শেষ চারের টিকিট পাবে।২৭ জুন দুটি সেমিফাইনাল হবে। ২৯ জুন ফাইনাল।
টি২০ বিশ্বকাপে দীর্ঘ ১২ বছর পর সুপার এইট ফর্ম্যাটে ফিরে এসেছে, সর্বশেষ ২০১২ সালে যা দেখা গিয়েছিল।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ফরম্যাটে অনেক পরিবর্তন দেখা গিয়েছে। ভারতের জন্য কঠিন লড়াই অপেক্ষা করছে।
Posted ২:১৮ অপরাহ্ণ | সোমবার, ১৭ জুন ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta