কক্সবংলা ডটকম :: টি২০ বিশ্বকাপে আরও একটি লো স্কোরিং ম্যাচের সাক্ষী থাকল নিউ ইয়র্ক। পিচ নিয়ে বিতর্ক যা আরও জোরালো করে দিল।
ভারত গতকাল ১১৯ রানে অল আউট হয়ে গিয়েছিল। যদিও পাকিস্তানকে হারায় ৬ রানে। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ১১৩ রান তুলে জিতল ৪ রানে।
নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। ৪.২ ওভারে ২৩ রানে পড়ে চতুর্থ উইকেট। রিজা হেন্ডরিকস গোল্ডেন ডাক নিয়ে ফেরেন।
কুইন্টন ডি কক ১১ বলে ১৮, অধিনায়ক এইডেন মার্করাম ৮ বলে ৪, ট্রিস্টান স্টাবস ৫ বলে শূন্য রানে সাজঘরে ফেরেন।
এরপর হেইনরিখ ক্লাসেন ও ডেভিড মিলারের পঞ্চম উইকেট জুটিতে ভর করে একশো পার করে দক্ষিণ আফ্রিকা। ক্লাসেন ৪৪ বলে সর্বাধিক ৪৬ ও মিলার ৩৮ বলে ২৯ রান করেন। ২০ ওভারে ৬ উইকেটে ১১৩ রানেই থেমে যায় প্রোটিয়ারা।
তানজিম হাসান সাকিব ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন তিন উইকেট। ৪ ওভারে ১৯ রান খরচ করে তাসকিন আহমেদ নেন ২ উইকেট। ৪ ওভারে ৩২ রান খরচ করে ১ উইকেট পেয়েছেন রিশাদ হোসেন। দক্ষিণ আফ্রিকার এদিনের স্কোরের পর ফের নিউ ইয়র্কের পিচ নিয়ে চর্চা জোরালো হয়েছে।
এখনও অবধি এই স্টেডিয়ামে প্রথম ইনিংসের স্কোরগুলি যথাক্রমে- শ্রীলঙ্কার ৭৭ (প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা), আয়ারল্যান্ডের ৯৬ (ভারতের বিরুদ্ধে), কানাডার ৭ উইকেটে ১৩৭ (আয়ারল্যান্ডের বিরুদ্ধে), নেদারল্যান্ডসের ৯ উইকেটে ১০৩ (দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে), ভারতের ১১৯ (পাকিস্তানের বিরুদ্ধে) ও দক্ষিণ আফ্রিকার ৬ উইকেটে ১১৩ (বাংলাদেশের বিপক্ষে)।
জবাবে খেলতে নেমে ৯.৫ ওভারে ৫০ রানের মাথায় বাংলাদেশের চতুর্থ উইকেট পড়ে। তানজিদ হাসান ৯, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৪, লিটন দাস ৯ ও শাকিব আল হাসান ব্যক্তিগত ৩ রানে প্যাভিলিয়নে ফেরেন। এরপর পরিস্থিতি সামাল দেন তৌহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ।
মাহমুদুল্লাহ রিভিউ নিয়ে লেগ বিফোরের সিদ্ধান্ত থেকে রেহাই পেলেও এর কিছু পরেই আম্পায়ারস কলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তৌহিদ (৩৪ বলে ৩৭)। ১৭.১ ওভারে ৯৪ রানে পড়ে বাংলাদেশের পঞ্চম উইকেট। শেষ ওভারে বাংলাদেশের জেতার জন্য দরকার ছিল ১০।
কেশব মহারাজ তৃতীয় বলে জাকের আলি (৯ বলে ৮) ফিরিয়ে চাপ বাড়ান। পঞ্চম বলে বড় শট খেলতে গিয়ে আউট হয়ে যান মাহমুদুল্লাহ (২৭ বলে ২০), লং অন বাউন্ডারিতে অনবদ্য ক্যাচ ধরেন মার্করাম। ফলে শেষ বলে জিততে হলে ছয় মারতেই হতো বাংলাদেশকে। তাসকিন ১ রানের বেশি নিতে পারেননি। ফলে ৭ উইকেটে ১০৯ রানেই আটকে যায় বাংলাদেশ।
কেশব মহারাজ ৪ ওভারে ২৭ রান খরচ করে নেন তিন উইকেট। ৪ ওভারে ১৭ রান খরচ করে ২ উইকেট আনরিখ নরকিয়ার। কাগিসো রাবাডা ৪ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন। মার্কো জানসেন ৪ ওভারে ১৭ ও অটনিয়েল বার্টম্যান ৪ ওভারে ২৭ রান দিয়ে কোনও উইকেট পাননি।
গ্রুপ ডি-র ৩টি ম্যাচেই জিতে ৬ পয়েন্ট নিয়ে শেষ আটে পৌঁছে গেল প্রোটিয়ারা। নেট রান রেট ০.৬০৩। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দুইয়ে বাংলাদেশ। ২ ম্যাচে সমসংখ্যক পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থেকে নেদারল্যান্ডস আছে তিনে। নেপাল ১টি ও শ্রীলঙ্কা ২টি ম্যাচ খেলে এখনও জিততে পারেনি।
Posted ১:০৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ জুন ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta