হুমায়ূন রশিদ,টেকনাফ(১১আগষ্ট) :: বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ হ্নীলা ৩নং ওয়ার্ড শাখার কমিটি গঠিত হয়েছে। এতে জামাল হোছন সভাপতি,জসিম সাধারণ সম্পাদক ও সেলিম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে।
সুত্র জানায়,১১আগষ্ট বিকাল ৩টায় বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ হ্নীলা ৩নং ওয়ার্ড শাখার কমিটি গঠন উপলক্ষ্যে একসভা হ্নীলা আদর্শ সরকারী প্রাইমারী স্কুল হলরোমে সাবেক সভাপতি জোবাইর হোছন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
জসিম উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন,হ্নীলা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের আহবায়ক দিল মোহাম্মদ সিকদার।
এতে বক্তব্য রাখেন,যুগ্নআহবায়ক আতিকুর রহমান আতিক,আবুল বশর রাজ,আবছার উদ্দিন ও আব্দুল খালেক।
সভাশেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে জামাল হোছন পাতিক্কা সভাপতি,জসিম উদ্দিন সাধারণ সম্পাদক ও মোঃ সেলিম সাংগঠনিক সম্পাদক করে ৪১সদস্য বিশিষ্ট হ্নীলা ৩নং ওয়ার্ড শাখা জাতীয় শ্রমিক লীগের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়।
Posted ৮:৫৬ অপরাহ্ণ | শুক্রবার, ১১ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta