হুমায়ূন রশিদ,টেকনাফ(১৩ সেপ্টেম্বর) :: টেকনাফে নাফনদী হতে আবারো ৮রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
১৩ সেপ্টেম্বর সকালে টেকনাফ সদরের নাজিরপাড়া ও শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া সংলগ্ন নাফনদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয় জনসাধারণ পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩শিশু,৩পুরুষ ও ২নারীর মৃতদেহ উদ্ধার করে। পরে তা স্থানীয় জনসাধারণের সহায়তায় দাফন করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি মাইন উদ্দিন খান জানান,নাফনদী হতে ৩শিশু,৩পুরুষ ও ২নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত মৃতদেহ দাফনের ব্যবস্থা নেওয়া হয়।
উল্লেখ্য,গত সোম ও মঙ্গলবার রাতে মিয়ানমার হতে বাংলাদেশে আসার সময় রোহিঙ্গা বোঝাই পৃথক বোট ও নৌকা ডুবির ঘটনা ঘটে। মংডু পেরাংপুরুর মোঃ উমর বলেন,গত সোমবার রাতে মিয়ানমারের মংডু মংনিপাড়া ঘাট হতে একটি বোট গিয়ে রোহিঙ্গা নারী,শিশু ও পুরুষ নিয়ে চলে আসার সময় কতিপয় দস্যুর কবলে বোট ডুবির ঘটনা ঘটে।
এই ঘটনায় মংডু হারিপাড়ার মকবুল আহমদের পুত্র মোঃ আয়াজ ও মোঃ খালেদ এবং একই এলাকার নজু মিয়ার পুত্র নুর কালাম ছিল। এখনো তাদের খোঁজ পাওয়া যায়নি।
Posted ৯:৫৬ অপরাহ্ণ | বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta