হুমায়ূন রশিদ,টেকনাফ(৩০ আগষ্ট) :: কক্সবাজারের টেকনাফের নাফনদীর শাহপরীরদ্বীপ পয়েন্ট হতে চার রোহিঙ্গা নারী শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
৩০আগষ্ট সকালে স্থানীয় লোকজন শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া নাফনদীর কিনারায় ৪টি মৃতদেহ দেখতে পেলে স্থানীয় বিজিবিকে খবর দেয়।
খবর পেয়ে একদল বিজিবির উপস্থিতিতে স্থানীয় লোকজন দুই শিশু ও দুই নারীসহ ৪জনের মৃতদেহ উদ্ধার করেন। মৃতদেহ সমুহ মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বলে নিশ্চিত হওয়া গেলেও নাম ঠিকানা পাওয়া যায়নি। এরপর একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানা গেছে।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, আজ বুধবার সকাল আটটার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সমুদ্রসৈকত এলাকা থেকে চারটি লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। এর মধ্যে দুইজন নারী ও দুইটি শিশু।
এছাড়া একই সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত রোহিঙ্গা শিশু, নারী, পুরুষসহ ৭৫ জনকে আটক করে বিজিবির হেফাজতে রাখা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে গত বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত এক হাজার ৮১ জনকে উখিয়া ও টেকনাফের বিভিন্ন সীমান্ত থেকে আটক করে ফেরত পাঠানো হয়েছে।
Posted ১:৫৩ অপরাহ্ণ | বুধবার, ৩০ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta