বিশেষ প্রতিবেদক :: টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের পাহাড় থেকে মোহাম্মদ শরিফ (২০) নামে এক রোহিঙ্গা ডাকাতের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪) বিকেলের দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুচনী রেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমের পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
মোহাম্মদ শরিফ মুচনী রেজিস্ট্রার্ড ক্যাম্পের বি ব্লকের আবদুল কুদ্দুসের ছেলে এবং রোহিঙ্গা ডাকাত শফি গ্রুপের সদস্য।
তার বিরুদ্ধে হত্যা, অপহরণসহ নানা অপরাধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি আরও বলেন সোমবার টেকনাফে অপহৃত মোহাম্মদ শাকের (৬০) নামে এক বৃদ্ধকে উদ্ধার করা হয়েছে ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাহাড়ে ছেড়ে দেয়ার পর এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।
অপহৃত মোহাম্মদ শাকের টেকনাফ হোয়াইক্যং মিনা বাজার ঘোনাপাড়া এলাকার বাসিন্দা।
Posted ৯:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta