হুমায়ূন রশিদ,টেকনাফ(৬ জুলাই) :: টেকনাফের লেদা রোহিঙ্গা বস্তিতে ত্রাণ বিতরণ করতে গিয়েই হট্টগোল ও ত্রাণ লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় ৪/৫জন রোহিঙ্গা নারী-পুরুষ আহত হয়েছে।
জানা যায়,৬জুলাই দুপুরে আন্তজার্তিক অভিবাসন সংস্থা আইওএম’র পক্ষে টেকনাফের লেদা রোহিঙ্গা বস্তির নবাগত রোহিঙ্গাদের জন্য নন ফুড আইটেমের একগাড়ি ত্রাণ নিয়ে আইওএমের জনৈক কর্মকর্তা লেদা অনিবন্ধিত ক্যাম্পে ঢুকানো যাচ্ছেনা বলে লোকজনকে টাওয়ার সংলগ্ন মহাসড়কে আসতে বলে।
খবর পেয়ে লোকজন দলে দলে এসে কারো তোয়াক্কা না করে হুড়োহুড়ি খেয়ে মালামাল নিয়ে উধাও হয়ে যাওয়ার চেষ্টা করলে বেশ কয়েকজন রোহিঙ্গা নারী-পুরুষ হামলার শিকার হয়ে আহত হয়।
মূলত পুরাতন রোহিঙ্গারা এনজিও সংস্থা আওএমের নিকট ত্রাণ দাবী করায় তাদের মধ্যে পূর্বেও অপ্রীতিকর ঘটনার আশংকা ছিল। নবাগত রোহিঙ্গাদের আলাদা করে ত্রাণ বিতরণ করতে গিয়েই এই ধরনের ঘটনার সুত্রপাত হয়েছে। রোহিঙ্গারা এই ঘটনার জন্য আওএম কর্মী মোহাম্মদ আলীকে দায়ী করেন।
এই ব্যাপারে সংবাদকর্মীরা তার নিকট জানতে চাইলে উর্ধ্বতন কর্মকর্তাদের নিকট কথা বলার জন্য বলেন। লেদা রোহিঙ্গা ক্যাম্পের সভাপতি ডাঃ দুদু মিয়া বেশ ৪/৫জন রোহিঙ্গা নারী-পুরুষ আহত হলেও ত্রাণ নিয়ে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার হাতকে রক্ষা পেয়েছেন বলে মনে করেন।
খবর পেয়ে পাশ্ববর্তী লেদা বিজিবি ক্যাম্পের জওয়ানেরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণপূর্বক ত্রাণের ট্রাকটি উদ্ধার করে। টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হোসেন ছিদ্দিকী এবং টেকনাফ মডেল থানার ওসি মাঈন উদ্দিন খান এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Posted ১২:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta