হুমায়ূন রশিদ,টেকনাফ(২৩ ডিসেম্বর) :: টেকনাফ বঙ্গোপসাগরে শাহপরীর দ্বীপের ভাগ্যবান জেলে ইউনুছের জালে ৫৭ কেজি ওজনের পোয়া মাছ আটকা পড়েছে। তা নিয়ে স্থানীয় মানুষের মধ্যে চরম কৌতুহল দেখা দিয়েছে।
জানা যায়, ২৩ ডিসেম্বর ভোরে টেকনাফ শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার মৃত সোলায়মানের পুত্র জেলে মোঃ ইউনুছের মালিকানাধীন ইঞ্জিন বোট বাদল মাঝির নেতৃত্বে ২০/২৫জন জেলে বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়।
জেলেরা সাগরে জাল ফেলে যথাসময়ে জাল টেনে তোলার সময় অন্যান্য মাছের সাথে বিরাট সাইজের পোয়া মাছটি উঠে আসে।
তখনই জেলেরা খুশিতে আতœহারা হয়ে উঠে। এই সংবাদ পেয়ে মালিক ইউনুছ খুশি হয়ে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন।
বিকালে জেলেরা এই মাছটি নিয়ে পশ্চিম পাড়া খালের ভাঙ্গার মাথায় ঘাটে ভিড়লে উচ্ছুক জনতার ভিড় জমে। অনেক দর কষাকষির পর সাবরাং নয়াপাড়ার ফিরোজ নামে এক ব্যক্তি ১লাখ ৪০হাজার টাকায় কিনে নেন।
পরে ফিরোজ আহমদ ঐ মাছটি এবাদুর রহমান নামে এক ব্যবসায়ীকে ১লক্ষ ৬০হাজার টাকায় বিক্রি করেন।
Posted ১২:৫৩ পূর্বাহ্ণ | রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta