বিশেষ প্রতিবেদক :: টেকনাফের হ্নীলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া ২ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে।
যার মূল্য ৬ কোটি ৬০ লাখ টাকা। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান, নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবর পেয়ে বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের জেলে পাড়া সীমান্তের নাফ নদীতে বিজিবির একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।
এক পর্যায়ে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে নদী সাঁতরিয়ে সন্দেহজনক ৩ ব্যক্তিকে জেলে পাড়ার দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা।
বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ৩ ব্যক্তি ৩টি প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে মিয়ানমার অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ভাসমান অবস্থায় সেগুলো উদ্ধার করা হয়।
বস্তাগুলো খুলে গণনা করে ২ লাখ ২০ হাজার ইয়াবা এবং ১টি বিদেশি মদের বোতল পাওয়া যায়।
উদ্ধারকৃত ইয়াবা বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
Posted ১০:৪৪ অপরাহ্ণ | বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta