হুমায়ূন রশিদ,টেকনাফ(১৫ মে) :: টেকনাফের হ্নীলায় অগ্নিকান্ডে দরিদ্র ও অসহায় দু‘সহোদরের বসত-বাড়ি পুড়ে ছাঁই হয়ে গেছে।
জানা যায়,১৫মে দুপুর ১২টারদিকে উপজেলার হ্নীলা হোয়াব্রাংয়ের মৃত নুরুল ইসলামের পুত্র মোঃ হোসাইন ও মোঃ হাসান আসন্ন বর্ষার আগের ঘরের ছাউনি এবং মেরামত কাজ শেষ করে শ্রমিকেরা চলে যায়।
এরপর বাড়ির গৃহিনীরা আনুসাঙ্গিক কাজ করার সময় অসাবধানতাবশত চুলার ছাঁইয়ের আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে ধমকা বাতাসে দ্রুত ছড়িয়ে পড়ে স্বর্ণ, আসবাবপত্র,নগদ টাকা,কারেন্টের মিটারসহ সবকিছু পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে দুই পরিবারে আনুমানিক ৭লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয় বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় মুরুব্বী আব্দুল গাফ্ফার ও ছাত্রলীগ নেতা রাশেদ মালেক জানান,এরা খুবই অসহায় এবং গরীব। আগুনে সবকিছু শেষ হওয়ার পরও স্বচ্ছল কোন ব্যক্তি সহায়তার হাত বাড়িয়ে এগিয়ে আসেনি।
Posted ১০:৪৪ অপরাহ্ণ | সোমবার, ১৫ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta