হুমায়ূন রশিদ,টেকনাফ(১৩ জানুয়ারী) :: টেকনাফের হ্নীলা ইউনিয়ন কমিনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে মাদক,জঙ্গি ও সন্ত্রাস বিরোধী বিশেষ আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়,১৩ জানুয়ারী বিকাল ৪টায় হ্নীলা বাসষ্টেশনের অস্থায়ী কার্যালয়ে হ্নীলা ইউনিয়ন কমিনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে বিশেষ মাদক, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী বিশেষ আইন-শৃংখলা সভা ইউনিয়ন সভাপতি ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ মডেল থানার সিপিওএস মহির খান।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম সওদাগর, ৫নং ওয়ার্ড সভাপতি মৌলানা ফেরদৌস আলম,সাধারণ সম্পাদক সাবের আহমদ।
এছাড়া অবশিষ্ট ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্যবৃন্দসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এতে বক্তারা বলেন, হ্নীলা ইউনিয়নে আইন-শৃংখলার অবনতি, মাদক, জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহবান জানানো হয়।
Posted ১১:৫২ অপরাহ্ণ | শনিবার, ১৩ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta