হুমায়ুন রশীদ,টেকনাফ(১৯ ডিসেম্বর) :: টেকনাফের হ্নীলায় এক ব্যক্তি হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবীতে মানব বন্ধন পালিত হয়েছে।
জানা যায়,১৯ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় উপজেলার হ্নীলা মৌলভীবাজার ষ্টেশনে নিহত সোলতান আহমদ বাদশাহর পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে প্রধান সড়কে এই হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবী জানিয়ে মানব বন্ধন করেছে।
এতে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, আবুল কালাম মাঝি, বিশ্ব মানবাধিকার কমিশনের বাংলাদেশ প্রতিনিধি মোঃ আলী, যুবলীগ নেতা বদি আলম, ছাত্রলীগ নেতা মোশারফ হোসেন, উপজেলা তাঁতী লীগ নেতা দিল মোহাম্মদ, যুবলীগ নেতা জানে আলম, হেলাল উদ্দিন, জামাল উদ্দিনসহ শত শত নারী-পুরুষ পিবিআই কর্তৃক গ্রেফতারকৃত সোলতান আহমদ বাদশা হত্যা মামলার আসামী মুহিদুর রহমান মইদুর ফাঁসি দাবী করেন।
এই মামলার অপর আসামী আব্দুর রহিম প্রকাশ বন্দর ডাকাতসহ অপর আসামীদের দ্রত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান।
Posted ২:৩৬ পূর্বাহ্ণ | বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta