হুমায়ুন রশীদ,টেকনাফ(১৫ আগস্ট) :: দিনব্যাপী নানা কর্মসূচীর মাধ্যমে মঙ্গলবার টেকনাফ উপজেলার হ্নীলায় বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শোকর্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজে জাতীয় শোক দিবস পালিত
কক্সবাজার জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান টেকনাফের হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সকাল সাড়ে ৮টায় কলেজে কোরানখানির আয়োজন করা হয়।
সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে জাতীয়,শোক ও একাডেমিক পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে কালো ব্যাচ ধারণ করে এক শোকর্যালী বের হয়। র্যালী শেষে কলেজ হলরোমে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.ন.ম তৌহিদুল মাশেক তৌহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কলেজ ট্রাস্টি ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক এইচএম ইউনুছ বাঙ্গালী। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি কায়সার উদ্দিন আহমদ,ইব্রাহীম খলিল,জসিম উদ্দিন আহমদ এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম খোকন।
সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষিকা রাবেয়া বিনতে বাদশাহের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক কায়সার রশিদ,ইংরেজী বিভাগের প্রভাষক মঞ্জুর হোসেন,ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন,বাংলা বিভাগের প্রভাষক হাবিবুল কবির, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষিকা তসলিমা আক্তার,ছাত্র আবু ছিদ্দিক আরমান,মোঃ আলম,মোঃ ইয়াহিয়া, পারভেজ মোশারফ,তাসলিমা,ছাত্রী তাহমিদা প্রমুখ।
সভায় ১৯৭৫সালের ১৫ই আগষ্ট ঘাতকদের হাতে নৃশংসভাবে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের আতœার শান্তি কামনা করেন ট্রাস্টি মৌঃ শাকের আহমদ। এরপর বঙ্গবন্ধুর আতœজীবনীমূলক আলোচক চিত্র প্রদর্শন করা হয়।
হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসায় ব্যাপক কর্মসূচীতে জাতীয় শোক দিবস পালিত
হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় ব্যাপক কর্মসূচীর মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। ১৫আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সকাল সাড়ে ৭টায় মাদ্রাসায় কোরআনখানি শেষে একাডেমিক,জাতীয় ও শোক পতাকা উত্তোলন করা হয়।
এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে কালো ব্যাচ ধারণ করে এক শোকর্যালী বের হয়। র্যালী শেষে চিত্রাংকন,রচনা ও বক্তৃতা প্রতিযোগিতা এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়। মাদ্রাসা অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী শিক্ষক এসএম সাইফুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা গর্ভনিং বডির সভাপতি ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এইচএম ইউনুছ বাঙ্গালী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা কায়সার উদ্দিন আহমদ,গর্ভনিং বডির সদস্য মৌঃ ফরিদ আহমদ,মৌঃ নুরুল ইসলাম ও মৌঃ গোলাম মোস্তফা, ছেহের মিয়া।
এতে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মাওলানা নুরুল বশর ছিদ্দিকী,বাংলা প্রভাষক নুরুল আমিন,ইংরেজী প্রভাষক শহীদুল মোস্তফা,আরবী প্রভাষক মাওঃ আবু জাহেদ মোঃ ইয়াছিন,মাও:এনায়ত উল্লাহ,সহকারী মৌঃ আব্দুল মালেক,আব্দুস সোবহান,সহকারী শিক্ষক মুসা কলিমুল্লাহ,কামাল উদ্দিন,ফরিদ আলম,জাফর আলম,বখতিয়ার উদ্দিন,ইবতেদায়ী প্রধান মৌঃ জহির উদ্দিন,জাহেদুল আলম চৌধুরী,আব্দুর রহিম মিয়া,শামসুল আলম,ক্বারী শব্বির আহমদ,সহকারী জমির উদ্দিন ও আলী হোসাইন প্রমুখ।
সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এরপর বঙ্গবন্ধু পরিবারের আতœার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
হ্নীলা ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
হ্নীলা ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে ব্যাপক কর্মসূচীর মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। ১৫আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সকাল সাড়ে ৬টায় রঙ্গিখখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে খতমে কোরান শেষে ৮টায় জাতীয়,শোক ও দলীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান শেষে এক আলোচনা সভা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। ৭নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর আলম সাদেক।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য গুরা মিয়া,ঠান্ডু মিয়া,কৃষি ও সমবায় সম্পাদক নুর মোহাম্মদ,৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুদ্দিন কাদের এবং ওলামা লীগ নেতা হাফেজ আবু ছৈয়দ। ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ সালমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের যুগ্নআহবায়ক মুফিজুর রহমান কাজল,যুবলীগ নেতা শব্বির আহমদ, সোলতান আহমদ,জালাল উদ্দিন,নুরুল আলম,আব্দুর রহমান বাসু ও বেলাল উদ্দিনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে ১৯৭৫সালের ১৫ই আগষ্ট ঘাতকদের হাতে নিহত শহীদের আতœার শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের পর কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
Posted ১২:০৫ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta