হুমায়ূন রশিদ,টেকনাফ(১০ জুন) :: টেকনাফের হ্নীলায় ২০মেগা ওয়ার্ট সোলার পার্ক নির্মাণ কাজের উদ্বোধনকালে এমপি আব্দুর রহমান বদি বলেছেন,জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশব্যাপী সামগ্রিক উন্নয়নের পাশাপাশি বিদ্যুৎ খাতের চাহিদা মেটাতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে।
প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়িত এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হলে আগামী বছরের ফেব্রুয়ারী হতে জাতীয় গ্রিডে আরো ২০মেগাওয়াট বিদ্যুৎ সংযোজন হবে। এরফলে আপনাদের লোডশেডিং যন্ত্রণা লাঘব হবে।
সম্প্রতি বয়ে যাওয়া ঘূর্ণিঝড় মোরায় পুরো এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সরকার আপনাদের পাশে থেকে সর্বাতœক সহায়তা অব্যাহত রাখবেন। আগামীতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
১০জুন সকাল ১১টায় উপজেলার হ্নীলা আলীখালী রাস্তার মাথায় নাফনদীর তীর সংলগ্ন ২০মেগা ওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার পার্ক কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষ্যে এক সভা জুলস পাওয়ার লিমিটেডের এমডি নুহের লতিফ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। টেকনাফ সোলারটেক এনার্জি লিমিটেডের এমডি মাহমুদুল হাসানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি।
বিশেষ অতিথি ছিলেন হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচকে আনোয়ার (সিআইপি),কোম্পানীর কনসালটেন্ট হেলাল উদ্দিন। উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংক হ্নীলা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ হানিফ,স্থানীয় ইউপি মেম্বার নুরুল হুদা, জামাল হোছাইনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
এরপর তিনি শান্তির দূত সাদা পায়রা উড়িয়ে এই প্রকল্পের নির্মাণ কাজের ফলক উদ্বোধন শেষে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন।
উল্লেখ্য উখিয়া-টেকনাফের বিদ্যুতের চাহিদা মেটাতে প্রধানমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিক গৃহীত এই প্রকল্পের আওতায় উপজেলার হ্নীলাস্থ আলী খালীতে ১শ ১৬একর জমির উপর পাওয়ার জুলস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান টেকনাফ সোলারটেক এনার্জি লিঃ ২০মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নির্মাণ কাজ চলতি বছরে শেষ হবে। আগামী বছরের ফেব্রুয়ারী মাসে এই সোলার পার্ক থেকে ২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত হবে।
Posted ১১:৫৩ অপরাহ্ণ | শনিবার, ১০ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta