হুমায়ূন রশিদ,টেকনাফ(১৯ জুন) :: টেকনাফের হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহ মাদ্রাসার সাবেক কিডনীজনিত রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় হাসপাতালে ইন্তেকাল করেছেন। ২০জুন বিকাল ২টায় হ্নীলা দারুস সুন্নাহ মাদ্রাসা মাঠে জানাজা শেষে দাফন করা হবে।
সুত্রে জানা যায়,১৯জুন বিকাল সাড়ে ৬টায় টেকনাফের হ্নীলা পূর্ব পানখালীর মরহুম নেজামত আলীর ৩য় পুত্র,হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহ মাদ্রাসার অবসর প্রাপ্ত শিক্ষক,আলহাজ্ব মরহুম শাহ আবুল মনজুর (রহঃ) এর জামাতা আলহাজ মাওলানা আব্দুর রহিম ফয়েজী (৬৫) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনীজনিত রোগে ভোগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী,৪ছেলে, ২মেয়েসহ আতœীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ৪ভাই ও ২বোনের মধ্যে তিনি ৩য় ছিলেন।
২০জুন বাদে জোহর ২টায় হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহ মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে দাফন করা হবে। প্রবীণ এই আলেমে দ্বীনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
Posted ১০:৫২ অপরাহ্ণ | সোমবার, ১৯ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta