হুমায়ুন রশীদ,টেকনাফ(৫ আগস্ট) :: কক্সবাজারের টেকনাফের হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মাদক ও জঙ্গীবাদ বিরোধী সেমিনার।
শনিবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আলী হোসেন। সভায় প্রধান আলোচক ছিলেন পুলিশ সুপার ড, একেএম ইকবাল হাসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক, মঈন উদ্দিন মেমোরিয়াল ট্রাষ্টের চেয়ারম্যান প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় বলেন, মাদকের অভিশাপ থেকে রক্ষা পেতে অবশ্যই এর কুফল সম্পর্কে আগে জানতে হবে। মাদক ব্যবসা ও জঙ্গীবাদের সাথে যারা জড়িত তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। মাদকের ভয়াবহতা সম্পর্কে সকলের মধ্যে পৌছে দিতে হবে। এছাড়া বিভিন্ন সভা-সেমিনারে মাদকের ভয়াবহতা,বাল্যবিবাহ প্রতিরোধ, স্যানিটেশন জঙ্গীবাদ ও সন্ত্রাস বিষয়ে সংশ্লিষ্ট সকলকে বক্তব্য রাখার অনুরোধ জানান তিনি।
উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলধূলায় নিজেকে সম্পৃক্ত রাখতে পারলে নেতিবাচক কর্মকান্ড থেকে দূরে থাকা যায়। মাদক মানুষের মননশীল,মেধা ও বুদ্ধি ধ্বংস করে। সমাজের বিভিন্ন স্তরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদের মধ্যে মাদক ও জঙ্গীবাদের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা শিক্ষার্থীদের কর্তব্য।
পুলিশ সুপার ড, একেএম ইকবাল হাসেন বলেন, প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণদেরকে মাদকের অপব্যবহার ও পাচার রোধে মাদক বিরোধী অভিযানে এগিয়ে আসতে হবে। জঙ্গীবাদের বিরুদ্ধে প্রশাসন-জনতা সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সেমিনারে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
Posted ৫:২৭ অপরাহ্ণ | শনিবার, ০৫ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta