হুমায়ুন রশীদ,টেকনাফ(২৩ জুন) :: কক্সবাজারের টেকনাফে মুক্তিপণের দাবিতে সাইফুল ইসলাম রানা (৮) নামে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার বোনের স্বামীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ভোর রাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের আমতলী চাকমা পাড়ায় অভিযান চালিয়ে রানাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আফরুজুল হক টুটুল।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মমতাজ মিয়া। টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল তেচ্ছিব্রিজ এলাকার খুইল্ল্যা মিয়ার ছেলে। উদ্ধার হওয়া শিশু সাইফুল ইসলাম রানা হোয়াইক্যং ইউনিয়নের দক্ষিণ কাঞ্জরপাড়ার মোস্তাক আহমদের ছেলে।
এএসপি টুটুল বলেন, গত ১৪ জুন সকালে কৌশলে শিশু সাইফুল ইসলাম রানাকে অপহরণ করে তার বোন জামাই। পরে তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে তার বাবা ও ভাইয়ের কাছে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
বিষয়টি হোয়াইক্যংয়ের স্থানীয় পুলিশ ফাঁড়িসহ টেকনাফ থানাকে জানালে পুলিশ উদ্ধার অভিযানে নামে। এক পর্যায়ে কৌশলে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে মমতাজকে উখিয়া থেকে আটক করা হয়।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বৃহসপতিবার ভোর রাতে হোয়াইক্যং ইউনিয়নের আমতলী চাকমা পাড়া এলাকার গহীন জঙ্গল থেকে সাইফুল ইসলামকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিশু সাইফুল ইসলাম বলে, আমার বোনের স্বামী চুল কাটার জন্য সেলুনে নিয়ে যাওয়ার কথা বলে আমাকে নিয়ে যায়। পরে একটি চাকমা পাড়ায় নিয়ে গহীন জঙ্গলে লুকিয়ে রাখে।
এ ঘটনায় সাইফুলের বাবা বাদী হয়ে গ্রেফতারকৃত মমতাজ মিয়াকে প্রধান আসামি করে পাঁচ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করেছে বলে জানান এএসপি টুটুল।
Posted ১:২২ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta