হুমায়ূন রশিদ,টেকনাফ(৩০ আগষ্ট) :: টেকনাফ থানা পুলিশ অভিযান চালিয়ে প্রয়াত আওয়ামী লীগ নেতা শফিক মেম্বারের ভাই বেলালকে আটক করেছে। তাকে অস্ত্র ও ইয়াবা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার সাধারণ মানুষ অবৈধ অস্ত্রধারী সবাইকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট দাবী জানিয়েছে।
সুত্রে জানা যায়,৩০আগষ্ট ভোররাতে টেকনাফ মডেল থানার একদল পুলিশ হ্নীলা রঙ্গিখালীতে অভিযান চালিয়ে মৃত কবির আহমদের পুত্র ও প্রয়াত আওয়ামী লীগ নেতা শফিক আহমদ মেম্বারের ভাই বেলাল উদ্দিনকে আটক করে।
এসময় পুলিশ একটি দেশীয় অস্ত্র,দুই রাউন্ড বুলেট ও ৫হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বলে জানায়। পৃথক এই মামলায় ১জনকে পলাতক আসামী করে আটক ব্যক্তিকে হাজতে প্রেরণ করা হয়েছে।
এই ব্যাপারে আটক বেলালের মা মমতাজ বেগম সাংবাদিকদের জানান,রাত দেড়টারদিকে পুলিশ বাড়ি এসে বেলালদের কথা আছে বলে ডেকে নিয়ে যায়। সকালে থানায় গিয়ে দেখি বেলালের কাছ থেকে নাকি অস্ত্র ও ট্যাবলেট পাওয়া গেছে। যা শুনে আমি অবাক।
এদিকে এলাকার ভূক্তভোগী সাধারণ মানুষ জানান,যারা সময়-অসময়ে অস্ত্রবাজি ও গোলাগুলি করে এবং অস্ত্রের মহড়া দিয়ে জনজীবনকে আতংকিত করে সব অবৈধ অস্ত্রধারীদের আইনের আওতায় আনার জন্য আইন প্রয়োগকারী সংস্থার উর্ধ্বতন মহলের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
Posted ১০:৩৪ অপরাহ্ণ | বুধবার, ৩০ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta