হুমায়ূন রশিদ,টেকনাফ(৪ জুলাই) :: টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে দেশীয় তৈরী অস্ত্র ও বুলেটসহ ১ জনকে আটক করেছে। আটক ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়,গত ৩জুলাই ভোররাতে টেকনাফ মডেল থানার এসআই বোরহান উদ্দিন ও জসিমের নেতৃত্বে একদল পুলিশ টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ার বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপগান ও ২ রাউন্ড কার্তুজসহ রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমের শ্যালক ও প্রধান সহযোগী মোঃ শফিক (২৩) কে আটক করে।
আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট আইনের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মাঈন উদ্দিন খান অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
Posted ৭:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta