হুমায়ূন রশিদ,টেকনাফ(২৫ ডিসেম্বর) :: টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ইয়াবাসহ অনুপ্রবেশকারী দুই মায়ানমার নাগরিককে আটক করেছে।
জানা যায়,গত ২৪ডিসেম্বর বিকাল ৫টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ নদর বিওপির হাবিলদার মোঃ আশরাফুল আলম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহলদল নিয়ে হেচ্ছারখাল বরাবর নাফনদীতে অভিযানে যায়।
কিছুক্ষণ পর একটি নৌকা কিনারায় পৌঁছলে ২জন লোক একটি বালতিসহ নৌকা থেকে নামার সাথে সাথে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে।
তখন তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে মায়ানমারের আকিয়াব জেলার মন্ডু থানার আশিক্কা পাড়ার মৃত আবুল হোছনের পুত্র বাসের (৩০) ও খাইংখালীর জাফরের পুত্র রিয়াজু (২৫) কে একটি চাউল ভর্তি বালতিসহ আটক করে।
পরে বালতি তল্লাশী করে চাউলের ভেতরে লুকানো ২৯ লক্ষ ৪৬ হাজার ৩শ টাকার ৯হাজার ৮শ ২১পিস ইয়াবা বড়ি,১১ হাজার টাকার ২টি মোবাইল উদ্ধার করে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক ও অবৈধ অনুপ্রবেশের দায়ে পৃথক মামলা দায়ের করার পর আটককৃতদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
Posted ১:১০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta