বিশেষ প্রতিবেদক(২০ জুলাই) :: কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে মাদক নিয়ন্ত্রণে সরকারের দৃঢ় অবস’ানের কথা পুনর্বার জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাদক পাচার রোধে নাফ নদীতে সাময়িকভাবে মাছ ধরা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ইতোমধ্যেই মিয়ানমারের সীমান্ত সংলগ্ন নাফ নদীতে কিছু দিন মাছ ধরা বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। কেননা এখান থেকেই মাছ ধরা নৌকাতে করে ইয়াবা মাদক পাচার হয়।’ ‘এ বিষয়ে মিয়ানমার সরকারের সঙ্গেও আলোচনা চলছে’, যোগ করেন প্রধানমন্ত্রী।
অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ে ‘বাংলাদেশ নেটওয়ার্ক ফর এনসিডি কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’-এর একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এলে একথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, ড্রাগ এডিকশন .. হেরোইন, ইয়াবা এগুলোকে চেক দিতে হবে। সরকার চেষ্টা চালাচ্ছে। নাফ নদীতে কিছু দিন মাছ ধরা বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।”
টেকনাফের নাফ নদী দিয়ে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে প্রায়ই ইয়াবা পাচারের খবর পাওয়া যায়। আইনশৃঙ্খলা বাহিনী মাছ ধরার নৌকা ও ট্রলার থেকে মাঝেমধ্যেই ইয়াবা আটক করে।
Posted ১০:১২ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta