হুমায়ুন রশীদ,টেকনাফ(২০ জুন) :: কক্সবাজারের টেকনাফ পৌর এলাকায় অভিযান চালিয়ে ৪২ ভরির তিনটি স্বর্ণের বাসহ মোঃ সেলিম(৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার সন্ধ্যায় টেকনাফে কোস্টগার্ডের এ অভিযান চালায়।
কোস্টগার্ড সূত্র জানায়,১৯ জুন সোমবার সন্ধ্যা ৬টায় টেকনাফ বেসরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার উত্তর পূর্ব পার্শ্বে বিশেষ অভিযানে মোঃ সেলিম নামে সন্দেহজনক ব্যক্তির দেহ তল্লাশি চালানো হয়।
পরে তার দেহ তল্লাশি করে একটি নীল রঙের প্যাকেটভর্তী তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।যার ওজন ৪২ ভরি ১১ আনা এবং এর বাজার মূল্য ১৮ লক্ষ ৯১ হাজার ৭৫১ টাকা। পরে উদ্ধার করা স্বর্ণ টেকনাফ শুল্ক গুদামে জমা দিয়ে আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান জানান, কোস্ট গার্ডের আটক করা ওইব্যক্তিকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
Posted ১:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta