বিশেষ প্রতিবেদক :: টেকনাফের নয়াপাড়া ক্যাম্প থেকে অপহৃত দুই রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করা হয়েছে।
বুধবার ৫ ফেব্রুয়ারি বিকালে ক্যাম্পের পশ্চিমে পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার কিশোররা হল- টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের আব্দুস সালামের ছেলে মো. সাইফুল ইসলাম (১৫) ও একই ব্লকের আবেদ হোসাইনের ছেলে আব্দুল খালেক (১৭)।
রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. কাউছার সিকদার বলেন, সোমবার ৩ ফেব্রুয়ারি বিকেলে অটোরিকশা চালক এক সহযোগীসহ টেকনাফের দিকে রওনা হয়।
পথে ডাকাত হাসানের লোকজন তাদের অপহরণ করে নিয়ে যায়। পরে ভিকটিমের পরিবারকে কল দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
ভিকটিমের পরিবার এপিবিএন ক্যাম্প ও থানায় অভিযোগ করেন।
এ ঘটনায় পুলিশের তৎপরতা ও অভিযানের মুখে অপহরণকারীরা টের পেয়ে অপহৃত দুজনকে পাহাড়ের ভিতরে রেখে পালিয়ে যায়।
দু’দিন পর তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপহরণকারীদের ধরতে তৎপরতা অব্যাহত রয়েছে।
Posted ১০:৫৩ অপরাহ্ণ | বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta