হুমায়ূন রশিদ,টেকনাফ(১৭ আগস্ট) :: টেকনাফে ক্রেলের উদ্যোগে কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। ১৭ আগষ্ট বিকাল ৩টায় নেকম ক্রেল টেকনাফ প্রকল্পের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে ‘‘উন্নত বীজ ও টেকনোলজি ব্যবহারে সমৃদ্ধ ফসল বয়ে আনা সম্ভব’’স্লোগানে টেকনাফ কোস্টগার্ড কেরুনতলীস্থ কার্যালয় প্রাঙ্গনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠান টেকনাফ সহব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ শফিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ক্রেল প্রকল্পের এনআরএম ফ্যাসিলিটেটর নাজমুল আবেদিনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ক্রেল মনিটরিং কর্মকর্তা আব্দুর রউফ, সহব্যবস্থাপনা কমিটির আব্দুর রহমান,এবিএম,আবুল হোসেন রাজু,সদর ও মোচনী বনবিট কর্মকর্তা সাজ্জাদ হোসেন এবং লুৎফর রহমান।
এতে স্বাগত বক্তব্যে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন ক্রেল টেকনাফ সাইটের সাইট অফিসার খান মুহাঃ মুজাহীদ ইবনে হাবিব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনআরএম মাঠ সংগঠক সেবী রানী বড়ূয়া,শাহ আলম মিয়া,সিএমসি সদস্য চেমন আরা,হ্নীলা ইউপি সদস্যা ও পিএফ সভাপতি মর্জিনা আক্তার সিদ্দিকী,কোষ্টগার্ড ষ্টেশন কমান্ডার মসিউর রহমান,এলএসপি আবুল হাসেম প্রমুখ।
বক্তারা বলেন,ক্রেল প্রকল্প হচ্ছে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের একটি প্রকল্প। যা ইউএসএইডের অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় পরিচালিত। মাঠ পর্যায়ে সকল কার্যক্রম সম্পাদন করছে ন্যাচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম)।
বনাঞ্চল ও বন্য প্রাণী সংরক্ষণ,পরিবেশ-প্রতিবেশ উন্নয়ন,জলবায়ু পরিবর্তন অভিযোজন ও পরিবেশ বান্ধব টেকসই জীবিকায়ন নিয়ে কাজ করা এবং সংশ্লিষ্ট সহব্যবস্থাপনা কমিটি ও ষ্টেকহোল্ডারদের সাথে সমন্বয় ও সুশাসন প্রতিষ্ঠা করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। নেকম-ক্রেল প্রকল্প ৩হাজার জনকে বিকল্প জীবিকায়নের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বন রক্ষায় ক্রেল পবিবেশ বান্ধব জীবিকায়ন প্রসংসার দাবী রাখে।
প্রতি বাড়ি এধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সবজি বাগান করা উচিত। গাছের নিচে ছায়াযুক্ত ও পরিত্যক্ত জায়গায় হলুদ,আদা, আনারস ইত্যাদি ফসল উৎপাদনের পরামর্শ ও বন সংরক্ষণমূলক জীবিকায়নের জন্য ধন্যবাদের দাবীদার। স্থানীয় সফল কৃষক ইলিয়াস ও আবুল মন্নান তাদের সফলতা কথা তুলে ধরে বলেন,ক্রেল প্রকল্প থেকে প্রশিক্ষণ পেয়ে এখন চাষ করে দ্বিগুন ফসল পাওয়ায় তারা বন থেকে ফিরে এসেছে।
জলবায়ু সহিষ্ণু আধুনিক কৃষি,ড্রাগন ফল চাষাবাদে প্রযুক্তিগতভাবে জমি প্রস্তুত,বীজ বপন,পরিমিত সার প্রধান,মালচিং ও সেচ প্রদ্ধতির উপর সচিত্র বর্ননা করা হয়। সারা বছর সবজি চাষ,অল্প ও পরিত্যক্ত জমির সঠিক ব্যবহার, বীজ সংরক্ষণ প্রদ্ধতি, কম্পোস্ট সার তৈরি,জৈব সারের গুনাগুন ও সেক্স ফেরোমন নিয়ে আলোচনা করেন। তিনি বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনকালে ক্রেলের জলবায়ু সহিষ্ণু আধুনিক কৃষি প্রদর্শনীর নেকম-ক্রেল প্রকল্পের প্রশংসা করেন।
তিনি বলেন,এধরনের উদ্যোগে বনজীবী কৃষক বন সুরক্ষায় যথেষ্ট অবদান রাখবে। ফরিদুর রহমানের জলবায়ু সহিষ্ণু আধুনিক ফলের বাগান ও সিপিজি সদস্য জালাল এর ড্রাগন ফল প্রদর্শনী বাগান পরিদর্শন এবং চাষ প্রদ্ধতিতে লাভবান হওয়ার বিস্তারিত বর্ণনা শেষ হলে সবাইকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।
Posted ১২:২৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৮ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta