হুমায়ূন রশিদ,টেকনাফ(১৪ জুন) :: টেকনাফের উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তি মৃত্যুবরণ করেছে।
জানা যায়, ১৪ জুন ভোর ৫টারদিকে চমেক হাসপাতালে দীর্ঘ ৫দিন চিকিৎসাধীন অবস্থায় উপজেলার উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ার জাহাজপুরা এলাকার স্থানীয় আব্দুস শুক্কুর ওরফে খাজার পুত্র জাফর আলম(১৬) মৃত্যু বরন করেছেন।
উল্লেখ্য, ৯ জুন জুমাবার দুপুর ২টার দিকে জনৈক কায়সারের চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় স্থানীয় জাফরসহ তার ভাই শাহজাহান(২২),হেদায়তুর রহমানের পুত্র ছৈয়দ নূর(৩৩), এরশাদুর রহমানের পুত্র নুরুল হামিদ(৩৩), নজির আহমদের পুত্র মো: ছিদ্দিক(২৫), আব্দুল মজিদের পুত্র ছৈয়দুল ইসলাম(৩০),মৃত লাল মিয়ার পুত্র নুরুল আলম(২৩) আহত হয়।
তাদেরকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে আহতদের উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাফরের মৃত্যু হয়। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ায় পুরো এলাকায় শোকের ছায়া ছড়িয়ে পড়ে। রাত ১০টায় জানাজা শেষে স্থানীয় বাজার পাড়া গোরস্থানে দাফন করা হয়।
Posted ১২:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta