হুমায়ূন রশিদ,টেকনাফ(২৫ আগষ্ট) :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী,জাতীয় শোক দিবস ও ২১শে আগষ্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষ্যে খতমে কোরআন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেছেন,বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস স্বাধীনতা পূর্ববর্তী গৌরবময় ইতিহাস।
এই ছাত্রলীগই প্রতিষ্ঠার পর হতে বাঙ্গালী জাতির প্রতিটি আন্দোলন-সংগ্রামে রাজপথে নেমে রক্ত দিয়ে গৌরবময় ইতিহাস রচনা করেছে। জাতির দুঃসময়ে আন্দোলন সংগ্রাম করে তাদের অধিকার আদায় করে নিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি।
কিন্তু স্বদেশীয় ঘাতকেরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে খুন করে এদেশের মানুষের স্বপ্নকে তছনছ করে দিয়েছে। নৃশংস এই হত্যাকান্ডের বিচার বন্ধ করতে কালো আইন জারী করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এরপর পর্যায়ক্রমে জামায়াত-বিএনপির আতাঁতে গঠিত বিগত জোট সরকার সন্ত্রাসও জঙ্গিবাদকে আশ্রয় দিয়েছে। তারাই বোমা হামলার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়েছে।
কিন্তু আল্লাহর অশেষ রহমতে তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। বর্তমানে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকারকে উৎখাতের জন্য দেশী-বিদেশী ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় ছাত্রলীগের প্রত্যেক নেতা-কর্মীদের সৎ,জ্ঞানী এবং আর্দশবান হয়ে গড়ে উঠতে হবে।
টেকনাফের অপবাদ মাদক তথা ইয়াবা চোরাচালান ও সেবন থেকে নিজেদের রক্ষা করে দেশের আগামী দিনের কর্ণধার তথা আওয়ামী লীগের এলিট ফোর্স হিসেবে গড়ে উঠতে হবে। জননেত্রী ও দেশের বিরুদ্ধে যেকোন ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় কাজ করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নির্বাচিত করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে।
২৫ আগষ্ট সকাল ১১টায় বাংলাদেশ ছাত্রলীগ টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহদাত বার্ষিকী ও ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সুলতান মাহামুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্নার পরিচালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী।
প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোরশেদ হোসাইন তানিম। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ্ আলম চৌধুরী (রাজা),বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ও কক্সবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি ইসমাঈল সাজ্জাদ।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল বশর,উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি কায়সার উদ্দীন আহমদ,টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী বাবুল,উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক সেলিম সিকদার,মাহাবুব মোরশেদ,টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গুরা মিয়া,টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম চেয়ারম্যান,সহসভাপতি জিয়াউর রহমান জিয়া,যুগ্নসাধারণ সম্পাদক ফজলুুল কবির,এবাদতুর রহিম বাদল, সাংগঠনিক সম্পাদক জামাল সরওয়ার,রেজাউল করীম ধইল্যা, টেকনাফ পৌরসভা যুবলীগের যুগ্নআহবায়ক মোহাম্মদ আবদুল্লাহ্,কক্সবাজার জেলা ছাত্রলীগের সদস্য মোহাম্মদ শাহিন,টেকনাফ উপজেলা ছাত্রলীগের যুগ্নসাধারণ সম্পাদক আবদুল বাসেদ,কলেজ ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
এতে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান,উপদপ্তর সম্পাদক মঈন উদ্দীন,উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিথুন,পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি বাপ্পী,উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম,ক্রীড়া সম্পাদক নুরুল আমিন,সিনিয়র সদস্য মুজিবুর রহমান খোকন,মোস্তাক আহমদ,সহসম্পাদক নুরুল আলম নুরু,পৌর যুবলীগের যুগ্নআহবায়ক হোসেন আহমদ, নুরুল বশর নুরশাদ কাউন্সিলর,সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবদুল ফারুক,যুগ্নআহবায়ক মোহাম্মদ ইয়াকুব,হাজী আবদুল কাদের,মোহাম্মদ আবদুল্লাহ্,হ্নীলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক মাহবুবুর রহমান,যুগ্নআহবায়ক বশির আহমদ,মোহাম্মদ আলী,আনোয়ার হোসেন,জাফর আলম গুরা, আলী নেওয়াজ,সাবরাং ইউনিয়ন যুবলীগের সভাপতি হুমাইয়ুন কবির,সাধারণ সম্পাদক নুরুল আলম নুরু, বাহারছড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন।
টেকনাফ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আলী আকবর,মাহমুদ হোসাইন সোহেল,মোঃ ইয়াহিয়া,মোহাম্মদ রফিক,উসমান সিকদার,যুগ্নসাধারণ সম্পাদক জহির আহমদ,মিজানুর রহমান মিজান,সাংগঠনিক সম্পাদক মোঃ সাবের খাঁন,দেলোয়ার হোসেন বিজয়,প্রচার সম্পাদক ইব্রাহিম বাবলু,দপ্তর সম্পাদক মোহাম্মদ আইয়ুব,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন বিএ,সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুল হক মুন্না, আইন বিষয়ক সম্পাদক সাদেকুল আমিন,স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক হামিদুর রহিম,গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফোরকান,ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সরওয়ার আলম,সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিক আলম শকু,সাধারণ সম্পাদক সোহেল সিকদার,কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল পারভেজ রিপনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা জেলা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক মঈন উদ্দীনের শোকাবহ আগস্ট উপলক্ষ্যে রচিত “রক্তাক্ত সিড়ি” বই বিতরণ করা হয়।
উল্লেখ্য সকাল ৯টায় গোদার বিল মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের অংশ গ্রহণে ১৯৭৫সালের ১৫আগষ্ট এবং ২১আগষ্টের গ্রেনেড হামলায় নিহতদের আতœার শান্তি কামনা করে খতমে কোরাআন পাঠ করা হয়।
Posted ১১:৫৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta