হুমায়ূন রশিদ,টেকনাফ(২১ মে) :: টেকনাফের হ্নীলায় তুচ্ছ বিষয় নিয়ে দোকানে হামলা ও ভাংচুরের পর দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় এক যুবক রক্তাক্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়,২১মে সকাল ১১টারদিকে উপজেলার হ্নীলা নাটমোরা পাড়ার মৃত সিরাজুল হক জুনুর পুত্র সাদ্দাম হোসন (২০) ২/৩জন বন্ধুসহ আব্দুল জলিলের পুত্র আলমগীরের চা-দোকানে গিয়ে একটি আম ধোঁয়ার চেষ্টা করে।
এই আম ধোঁয়ার বিষয়কে কেন্দ্র করে দু‘পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনার জেরধরে ধস্তাধস্তির এক পর্যায়ে বেশ কিছু সিঙ্গারা ও ছোলার থালা মাটিতে পড়ে যায়। উত্তপ্ত পরিস্থিতি দেখে লোকজন জড়ো হতে থাকে।
এই ঘটনার পর পরই দু‘পক্ষের উত্তেজনা বিরাজমান থাকায় খবর পেয়ে হ্নীলায় দায়িত্বরত টেকনাফ থানা টহল পুলিশের এসআই নির্মলেন্দু চাকমা ঘটনাস্থল পরিদর্শন করে উভয়পক্ষকে শান্ত থাকার নির্দেশনা প্রদান করেন। দুপুরে রফিক নামাজ পড়তে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন বাঁধা দিয়ে ধাওয়া করে।
এরপর উভয়পক্ষের হাকা-বকার এক পর্যায়ে সাদ্দাম হোছনের ভাই রফিকের নেতৃত্বে আতœীয়-স্বজন মিলে লাঠি-সোটা,দা-কিরিচ নিয়ে হামলা চালিয়ে আব্দুল জলিলের পুত্র মোঃ ইসমাঈল প্রকাশ কালুকে কূপিয়ে গুরুতর আহত ও রক্তাক্ত করে ফেলে রাখে।
উপস্থিত লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হ্নীলা হাসপাতালে প্রেরণ করে। তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই জসিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় ওয়ার্ড মেম্বার জামাল উদ্দিন বলেন,আহত ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Posted ১০:১১ অপরাহ্ণ | রবিবার, ২১ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta