দীপন বিশ্বাস :: কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকার আব্দুর রহমান হত্যাসহ বিভিন্ন অপরাধে সম্পৃক্ত ১৬টি মামলার আসামীকে আত্নগোপনে থাকা ঈদগাঁও উপজেলা হতে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
র্যাব সুত্রে জানা যায়, ৬ ডিসেম্বর শুক্রবার রাতের প্রথম প্রহরের দিকে কক্সবাজার র্যাব-১৫ এর ব্যাটালিয়ন সদরের একটি দল হত্যা মামলার আসামী আত্নগোপনে থাকার সংবাদের ভিত্তিতে কক্সবাজারের ঈদগাঁও পূর্ব নাপিতখালীতে অভিযান চালিয়ে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকার আব্দুর রহমান হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ও এজাহারভূক্ত আসামী হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়ার নজির আহমদের পুত্র বদি আলম প্রকাশ বদি (৪০) কে আটক করতে সক্ষম হয়।
তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় ৩টি হত্যা, ৫টি অস্ত্র,৬টি মাদক, ১টি ডাকাতি প্রস্তুতি ও ১টি অন্যান্য মামলাসহ মোট ১৬টি মামলার তথ্য পাওয়া যায়।
উল্লেখ্য,গত ১৭নভেম্বর ২০২৪ইং রাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার পূর্ব সাতঘরিয়া পাড়া বটগাছতলা এলাকায় ইয়াবা লেনদেনকে কেন্দ্র করে ভিকটিম আব্দুর রহমান ও তার প্রতিপক্ষ ইয়াবা কারবারীদের সাথে ইয়াবা লেনদেনকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে বাজারে বাক-বিতন্ডার সৃষ্টি হয়।
ঘটনার মূল পরিকল্পনাকারী বদি আলম প্রকাশ বদি তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে খুনের উদ্দেশ্যে অত্যন্ত পাশবিক ও বর্বরোচিত কায়দায় ভিকটিমকে সজোরে আঘাত করে।
রক্তাক্ত কাটা গুরুতর জখম করে এবং তার সাথে থাকা অন্যান্য আসামীদের মধ্যে একজন গুলি করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
যা মিডিয়া প্রকাশ হলে কক্সবাজারসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
উক্ত হত্যাকান্ডের পর থেকেই জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষে র্যাব-১৫ ব্যাপক গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে ।
এব্যাপারে কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান (পিপিএম সেবা) জানান,গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ৬:১৮ অপরাহ্ণ | শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta