হুমায়ূন রশিদ,টেকনাফ(১২ জুলাই) :: টেকনাফে উন্নয়নের ধারায় নারীর অধিগম্যতা সৃষ্টিতে নিয়োজিত প্রতিষ্ঠান সমুহ নিয়ে এক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
১২জুলাই সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে ইউএসএইড‘র অর্থায়নে ক্রেল প্রকল্পের বাস্তবায়নে মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ক্রেল প্রকল্পের টেকনাফস্থ সাইট অফিসার খাঁন মোঃ মোজাহীদ ইবনে হাবীবের পরিচালনায় এডভোকেসী সভায়“নারীর ক্ষমতায়ন-জলবায়ূ পরিবর্তন অভিযোজন ও প্রশমণে জেন্ডার বিষয়ক”স্লাইড প্রদর্শন করেন ক্রেল প্রকল্পের লাইভলিহুড ও জেন্ডার অফিসার ফরহাদ আল মাহমুদ।
এরপর আলোচনায় অংশ গ্রহণ করেন উপজেলা সমবায় কর্মকর্তা শামসুল আলম কুতুবী,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনোয়ার হোসেন,পরিবার-পরিকল্পনা কর্মকর্তা শ্রুতিপূর্ণ চাকমাসহ জনপ্রতিনিধি, নারী,সাংবাদিক,এনজিও কর্মীসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Posted ৯:৩১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta