হুমায়ূন রশিদ,টেকনাফ(৩০ আগষ্ট) :: টেকনাফে রোহিঙ্গা আনতে গিয়েই নিখোঁজ থাকা ৫জনের মধ্যে লেদা এলাকার ৩জন ফিরে এসেছে। এখনো নিখোঁজ রয়েছে আরো ২জন।
৩০আগষ্ট ভোররাতে টেকনাফ পয়েন্ট হয়ে দক্ষিন লেদার কুব্বাসপাড়ার নুরুল ইসলামের পুত্র ফজল করিম,মৃত মোঃ হোছনের পুত্র আনোয়ার হোছন বাবুল,গফুরের পুত্র ঈমান হোছন বাড়ি ফিরে এসেছে বলে প্রত্যক্ষদর্শী ও স্বজনদের নিকট থেকে জানা গেছে।
তবে এখনো জাদিমোরা এলাকায় বসবাসরত রোহিঙ্গা নজির আহমদের পুত্র রশিদ আহমদ,লাল মিয়ার পুত্র ইব্রাহীম নিখোঁজ রয়েছে।
উল্লেখ্য গত ২৯আগষ্ট ভোররাতে হ্নীলা জাদিমোরার রোহিঙ্গা নজির আহমদের পুত্র রশিদ আহমদ,লাল মিয়ার পুত্র ইব্রাহীম এবং দক্ষিন লেদার নুরুল ইসলামের পুত্র ফজল করিম,মৃত মোঃ হোছনের পুত্র আনোয়ার হোছন বাবুল,গফুরের পুত্র ঈমান হোছন ও মৃত আবু জাফরের পুত্র আবছার উদ্দিন ওপারে যায়।
ওপারের বিজিপি সদস্যরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করলে তখন প্রাণ রক্ষার্থে তখন তারা পালিয়ে যায়। পরদিন সকাল সাড়ে ১০টারদিকে আবু জাফরের পুত্র আবছার উদ্দিন নাফনদী পার হয়ে বাড়ি আসে।
অপর ৫জন নিখোঁজ রয়ে যায়। বিভিন্ন সময়ে আবু জাফর,বাবুল ও ঈমান হোছন বাড়ি ফিরে আসে। তবে প্রশাসনের ভয়ে আতœগোপনে রয়েছে বলে জানা গেছে।
এদিকে জাদিমোরার রশিদ আহমদ ও ইব্রাহীম এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। স্থানীয় মেম্বার মোঃ আলী উক্ত দুই ব্যক্তি নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত করেন। তাদের পরিবারে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
Posted ১০:৫৫ অপরাহ্ণ | বুধবার, ৩০ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta