হুমায়ূন রশিদ,টেকনাফ(১৬ মে) :: টেকনাফে পারিবারিক কলহের জেরধরে বিয়ের ৬মাসে এক নববধু বিষপানে আতœহত্যা করেছে। নিহত মহিলাকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।
জানা যায়,১৬মে ভোররাতে উপজেলার হ্নীলাস্থ লেদা টাওয়ার সংলগ্ন মোঃ আইয়ুব এবং স্ত্রী ছেনুয়ারা বেগম (১৮)এর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া-বিবাদের জেরধরে অভিমানে বিষপান করে।
তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে গৃহবধু মৃত্যুর কোলে ঢলে পড়ে।
তাকে পোস্ট মর্টেমের জন্য মর্গে নেওয়া হয়। পোস্ট মর্টেম শেষে বাদে এশা বিষপানে নিহত গৃহবধুকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।
Posted ১১:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta