হুমায়ুন রশীদ,টেকনাফ(৩০ ডিসেম্বর) :: টেকনাফের অন্যতম অবৈধ অস্ত্রের ব্যবহার এবং মাদক চোরাচালানের নিরাপদ জোনে পুলিশ দিনের বেলায় অভিযান চালিয়ে দেশীয় তৈরী অস্ত্র ও ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে। এই ঘটনায় পরিবারের দুই সদস্যকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হলেও প্রকৃত অপরাধীদের ব্যাপারে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হচ্ছে।
জানা যায়, ৩০ ডিসেম্বর দুপুরে টেকনাফ মডেল থানার ওসি মোঃ মাইন উদ্দিন খান ইয়াবার একটি বড় চালান গণনা ও লেন-দেনের সংবাদ পেয়ে ওসি অপারেশন শফিউল আলম এবং এসআই নির্মল চাকমার নেতৃত্বে টেকনাফ থানা পুলিশের বিশেষ দল উপজেলার হ্নীলার অবৈধ অস্ত্র এবং মাদক চোরাচালানের নিরাপদ জোন গাজীপাড়ার মৃত আবুল কালাম প্রকাশ মিঠা কালুর বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় তৈরী ২টি অস্ত্র,২টি কিরিচ ও ২হাজার ৯শ ৫০পিস ইয়াবা বড়িসহ স্থানীয় নুরুল আলমের পুত্র নুর হাফেজ (১৮) ও উলুচামরীর মৌলভী রশিদ আহমদের পুত্র তারেক (২৫) কে আটক করে।
এই ঘটনায় বাড়ীর গৃহিনী রাজিয়া বেগম (৪৫) ও তার পুত্র হারুন অর রশিদ (২৫) কে পলাতক আসামী করে মামলা দায়ের করে।
আটককৃতদের অস্ত্র ও মাদক আইনের মামলায় আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ মাইন উদ্দিন খান জানান।
এদিকে স্থানীয় একাধিক সুত্রের দাবী এই ঘটনার পর পরই উক্ত বাড়িতে স্বশস্ত্র অবস্থান নিয়ে মাদকের বড় বড় চোরাচালানে অভিযুক্তরা মোটাংক নিয়ে দালালের মাধ্যমে যোগাযোগ করে রক্ষা পাওয়ার অপচেষ্টায় থাকার কারণে প্রকৃত অপরাধীদের অনেকে ধরা-ছোঁয়ার বাইরে চলে গেছে বলে সচেতন মহল থেকে অভিযোগ উঠেছে।
এলাকার শান্তিপ্রিয় মানুষ তদন্ত স্বাপেক্ষে এই ধরনের স্পর্শকাতর ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের আইনের আওতায় জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উর্ধ্বতন মহলের দ্রæত হস্তক্ষেপ কামনা করেছেন।
Posted ২:২৭ পূর্বাহ্ণ | রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta