হুমায়ূন রশিদ,টেকনাফ(২১ আগষ্ট) :: টেকনাফে বিজিবি জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে ৩০হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে। এই ঘটনায় ১জনকে হাতে-নাতে আটক ও অপর একজনকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
জানা যায় ২১আগষ্ট রাতের প্রথম প্রহরে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের শাহপরীরদ্বীপ খুরেরমুখ অস্থায়ী চেকপোস্টে দায়িত্বরত হাবিলদার মোঃ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি টহলদল সাবরাং গুচ্ছগ্রামের ধানক্ষেতের পার্শ্বে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ দেখতে পায়।
তা উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৬০লক্ষ টাকার ২০হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। যা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া-কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
এদিকে গত ২০আগষ্ট পৌনে ১২টারদিকে টেকনাফ বিওপির সুবেদার মোঃ ইব্রাহিম হোসেনের নেতৃত্বে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে একটি বিশেষ টহলদল নিয়ে নতুন পল্লান পাড়া রাস্তায় অভিযানে যায়। কিছুক্ষণ
পর দুইজন লোক রাস্তার পার্শ্বে অবস্থান করতে দেখে চ্যালেঞ্জ করামাত্র পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি জওয়ানেরা ধাওয়া করে উত্তর চৌধুরীপাড়ার মৃত মোহাম্মদ আলীর পুত্র মোঃ মেহেদী হাসান (২০) কে আটক করে। এরপর তল্লাশী চালিয়ে একটি ইয়াবা ভর্তি পুটলা উদ্ধার করে।
যা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ২৯লক্ষ ৯৪হাজার ৩শত টাকার ৯হাজার ৯শ ৮১পিস ইয়াবা বড়ি উদ্ধার করে। এই ঘটনায় স্থানীয় মোঃ নুর আলমের পুত্র মোঃ শরীফুল ইসলাম (২৮)কে পলাতক আসামী করে মামলা দায়েরের পর ধৃত আসামী ও ইয়াবা বড়ি টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
Posted ১১:১৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta