হুমায়ুন রশীদ,টেকনাফ(২৪ আগস্ট) :: কক্সবাজারের মাদক অধ্যূষিত শহর টেকনাফের সাবরাং আলীরডেইল ও ছোট হাবিবপাড়া থেকে পৃথক অভিযান চালিয়ে বিজিবি ১ কোটি ৪৭ লক্ষ টাকা মুল্যের ৪৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।
২৪ আগস্ট বৃহস্পতিবার রাতে বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার করা হয়।
টেকনাফ-২ বিজিবি’র পরিচালক অধিনায়কলেঃ কর্ণেল এস এম আরিফুল ইসলাম ইয়াবা আটকের সত্যতা নিশ্চিত করে জানান,২৪ আগস্ট রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সাবরাং আলীরডেইল ও ছোট হাবিবপাড়া থেকে পৃথক অভিযান চালিয়ে ১ কোটি ৪৭ লক্ষ টাকা মুল্যের ৪৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
তিনি আরও জানান,উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
Posted ৩:১৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta