হুমায়ূন রশিদ,টেকনাফ(১৭ আগস্ট) :: টেকনাফে বিজিবি জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে ৭০হাজার ইয়াবা বড়িসহ একটি ম্যাজিক গাড়ি জব্দ করেছে।
সুত্র জানায়,১৭আগষ্ট সকাল ৭টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন সদরের হাবিলদার মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল ১নং জিপি চেকপোস্টে কক্সবাজারগামী একটি ম্যাজিক গাড়ি তল্লাশী চালিয়ে গাড়ীর অতিরিক্ত চাকার ভেতরে অভিনব কায়দায় লুকানো ১কোটি ৪৮লক্ষ ৮৬হাজার ৬শ টাকার ৪৯হাজার ৬শ ২২পিস ইয়াবা বড়ি উদ্ধার করে।
এমতাবস্থায় গাড়ির চালক টেকনাফ সদর ইউনিয়নের দরগাহছড়ার মৃত আমির হামজার পুত্র মোঃ ইসমাইল হোসেন (৩৫) পালিয়ে যায়। বিজিবি সদস্যরা ঘটনাস্থল হতে মোবাইল ফোন ও গাড়িটি জব্দ করে।
এই ব্যাপারে বিজিবি বাদী হয়ে চালককে পলাতক আসামী করে থানায় একটি মামলা দায়েরের পর উদ্ধারকৃত ইয়াবা,গাড়ি ও ফোন থানায় হস্তান্তর করে।
অপরদিকে হ্নীলা বিওপির বিজিবি জওয়ানেরা জালিয়াপাড়ায় অভিযান চালিয়ে পরিত্যক্তক অবস্থায় ৬০লক্ষ টাকার ২০হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করতে সক্ষম হয়।
তা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল এসএম আরিফুল ইসলাম নিশ্চিত করেন।
Posted ১২:৩৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৮ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta